বিজনেস আওয়ার প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, তাদের চরিত্র, কথা-বার্তা, সবকিছুর মধ্যে একটা জমিদারি ও সন্ত্রাসী ভাব থাকে। মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনায় তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব।
বুধবার রাজধানীর বনশ্রীতে ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে দক্ষিণ সিটির মেয়র তাপস বলেছিলেন, বিএনপি মহাসচিব লজ্জায় ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন। তাকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে মেয়র তাপসের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হয় মির্জা ফখরুলকে। জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের মানসিকতাটা কথার মধ্যেই পাবেন। আমি বারবার একটা কথা বলি তাদের চরিত্র, কথাবার্তা সব কিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। একটা জমিদারি ব্যাপার থাকে। এটা হচ্ছে তাদের জমিদারি, সেজন্য কাকে ঢুকতে দেবে কাকে ঢুকতে দেবে না; এ ধরনের কথাবার্তা বলে।
‘আমরা এগুলো খুব গুরুত্ব দেই না। কারণ এগুলো আমরা বহু ফেস করেছি তো ইতোমধ্যে, এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না। কে কী বলল না বলল এটাতে বাংলাদেশের জনগণের কিছু যায় আসে না। বাংলাদেশের জনগণের লক্ষ্য একটাই যে, তারা বাংলাদেশে একটা সুষ্ঠু-অবাধ নির্বাচন চায়, একটা নিরপেক্ষ সরকারের অধীনে’।
বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০২৩/পিএস