বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ৭৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮২ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ১০১টি শেয়ার ২০২ বার হাত বদলের মাধ্যমে ৮২ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৪ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ কোটি ৬১ লাখ ০০ হাজার টাকার ইউনিয়ন ইন্স্যুরেন্সের, তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার টাকার সী পার্লের, চতুর্থ সর্বোচ্চ ৮ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকার লেনদেন হয়েছে এমারেল্ড অয়েলের।
বিজনেস আওয়ার/ ২১ সেপ্টেম্বর,২০২৩/এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: