আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপ অনুসরণ করে গন্তব্যে যাচ্ছিল এক ব্যক্তি। কিন্তু ম্যাপের নির্দেশনা অনুযায়ী যেতে গিয়ে একটি ভাঙ্গা সেতুতে উঠে সেখান থেকে পড়ে গিয়ে মারা যান ওই ব্যক্তি। আর এতেই গুগলের ওপর ক্ষিপ্ত হয়ে মামলা করে বসেন তার স্ত্রী।
এনডিটিভি জানিয়েছে, একটি ধসে পড়া সেতু দিয়ে গাড়ি চালিয়ে যেতে গিয়ে মৃত্যুর ঘটনায় গুগলের বিরুদ্ধে মামলা করেছেন নিহত ফিলিপ প্যাকসনের স্ত্রী অ্যালিসিয়া।
অ্যালিসিয়া অভিযোগ করে বলেছেন, তার স্বামী গত বছর গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করার সময় একটি ধসে পড়া সেতু দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। পরে সে তার গাড়িসহ সেতু থেকে নিচে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে।
ওয়েক কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলা অনুসারে, ফিলিপ একজন মেডিকেল ডিভাইস বিক্রয়কর্মী এবং দুই সন্তানের পিতা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর রাতে উত্তর ক্যারোলিনার হিকরিতে ডুবে মারা গিয়েছিলেন তিনি। সেদিন তিনি তার মেয়ের নবম জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পথে একটি অপরিচিত অঞ্চলে গাড়ি চালানোর সময় গুগলের নির্দেশনা অনুসরণ করছিলেন। মামলায় দাবি করা হয়েছে, ফিলিপকে নয় বছর আগে ধসে পড়া একটি সেতুর ওপর দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
অ্যালিসিয়া বলেছেন, আমি এখনও বুঝতে পারি না যে জিপিএস নির্দেশাবলী এরকম ভুল কীভাবে হতে পারে। পরিবারটি গুগলের বিরুদ্ধে চরম অবহেলা এবং ইচ্ছাকৃত এবং অনৈতিক আচরণের জন্য অভিযুক্ত করেছে এবং এর জন্য ক্ষতিপূরণ দাবি করেছে।
এই বিষয়ে গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা এক বিবৃতিতে বলেছেন, প্যাকসন পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি রয়েছে। আমাদের লক্ষ্য হলো মানচিত্রে সঠিক রাউটিং তথ্য প্রদান করা এবং আমরা এই মামলাটি পর্যালোচনা করছি।
বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ