স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় দফায় খেলা বন্ধ হওয়ার পর ফের শুরু হলো সন্ধ্যা সাতটায়। ব্যাটাররা নামলেন, মাঠে এলেন ফিল্ডাররাও। কিন্তু ক্রিজ অবধি পৌঁছানোর আগেই তাদের দৌড়াতে হলো ড্রেসিংরুমের দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বৃষ্টির দৃশ্য ছিল এমনই। এবার বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়েছে প্রথম ওয়ানডে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ভেসে গেছে বৃষ্টিতে। ৩৩ ওভার ৪ বল খেলা হয়েছে এর আগে, কিউইরা পাঁচ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে।
টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। চতুর্থ ওভারের তৃতীয় বলের সময় বৃষ্টির কারণে প্রথমবারের খেলা বন্ধ হয়। তখন কোনো উইকেট না হারালেও কিউইরা করেছিল স্রেফ ৯ রান।
বৃষ্টির পর খেলা শুরু হলে বাংলাদেশকে উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। ২০ বলে ৯ রান করা অ্যালেনকে ফেরাতে ডানদিকে ঝাপিয়ে দারুণ এক ক্যাচ নেন নুরুল হাসান সোহান। পরের উইকেটটিও আসে এই দুজনের কল্যানে।
৩ বলে ১ রান করা চাঁদ বোষকে ফেরাতে অবশ্য মোস্তাফিজের বলে সহজ ক্যাচই নেন সোহান। ১৬ রানে দুই উইকেট হারিয়ে ফেলা কিউইদের হয়ে পরের চাপটুকু সামলান হেনরি নিকলস ও উইল ইয়ং। যদিও বাংলাদেশের স্পিনারদের খেলতে বেশ কষ্টই হচ্ছিল তাদের।
৯৭ রানের জুটি ভাঙেন অবশ্য সেই মোস্তাফিজই। ৫৭ বলে ৪৪ রান করা নিকোলসকে বোল্ড করেন তিনি। এরপর বাংলাদেশকে উইকেট এনে দেন নাসুম আহমেদ। হাফ সেঞ্চুরি করা উইল ইয়ংকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি, দারুণ করেছেন উইকেটের পেছনে দাঁড়ানো সোহানও।
এক বল পরই তাকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন রাচিন রবীন্দ্র। শুরুতে আম্পায়ার আউট না দিলেও পরে রিভিউতে সিদ্ধান্ত পক্ষে পায় বাংলাদেশ। এরপরই নেমে আসে বৃষ্টি। কয়েক দফায় মাঠ শুকানোর চেষ্টা করলেও পরে আর খেলা মাঠে গড়েনি।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড : ৩৩.৪ ওভারে ১৩৬/৫ (অ্যালেন ৯, ইয়ং ৫৮, চ্যাড ১, হেনরি ৪৪, বান্ডেল ৮, রাচীন ০, কোলে ৮; মোস্তাফিজুর ৭-১-২৭-৩, সাকিব ৫.৪-০-২৫-০, নাসুম ৮-৩-২১-২, মেহেদি ৭-০-২৭-০, মাহমুদউল্লাহ ৪-০-২১-০, সৌম্য ২-০-১৩-০)
বিজনেস আওয়ার/২১ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ