বিজনেস আওয়ার প্রতিবেদক : দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রথম দফায় ৩ হাজার ২২৫ কেজি ইলিশ পাঠানের হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশগুলো ভারতে পাঠানো হয়।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার রিপা এন্টারপ্রাইজ ৫০ হাজার কেজি মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। আখাউড়া স্থলবন্দরের প্রীতম এন্টারপ্রাইজ সিঅ্যান্ডএফ এজেন্টের দায়িত্বে রয়েছেন।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আলী আহমেদ বলেন, ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানির সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যেই ব্যবসায়ীরা নিয়ম মেনে ভারতে ইলিশ রপ্তানি করতে পারবেন।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত দুটি ট্রাকে মোট ১৪৩টি কার্টুনে করে মাছগুলো ত্রিপুরায় পাঠানো হয়। প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১০১৩ টাকা।
বিজনেস আওয়ার/২২ সেপ্টেম্বর, ২০২৩/পিএস