বিনোদন ডেস্ক: তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান হওয়ায় আব্রাম খান জয়ের প্রতি বিনোদনপ্রেমীদের আগ্রহ কিছুটা বেশিই। কিছু দিন আগেই শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার গান গেয়ে টিকটকে আলোচিত হয় জয়। এবার জয়কে দেখা গেল ভিন্নভাবে।
সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুক পেজে অপু বিশ্বাস একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে, মা অপু বিশ্বাসের সঙ্গে হেঁটে যাচ্ছিল আব্রাম খান জয়। সেই সময় পাশ দিয়ে একটি রিকশাভ্যান যাচ্ছিল। জয় দৌড়ে গিয়ে সেই ভ্যানে উঠে পড়ে। এর পর জয় ভ্যান চালাতে চায়। চালকের সিটে উঠে বসে পড়ে।
অপু বিশ্বাসও ওঠে পড়েন ভ্যানে। কিন্তু মাকে নিয়ে জয় কোনোভাবেই প্যাডেল মারতে পারছিল না। পরে একা অনেকটা প্যাডেল মেরে টেনে নিয়ে যায়। দেখা যায়, অপু বিশ্বাসও সহায়তা করছেন।
আব্রাম খান জয় এখন অনেকটাই বড় হয়েছে। মা-ছেলের মতো বাবা-ছেলেরও সম্পর্কের স্থিরচিত্র সামাজিকমাধ্যমে দেখা গেছে কয়েকবার।
বিজনেস আওয়ার/২৩ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ