বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক লিমিটেড ৩৭ ডেসিমিল জমি ক্রয় করবে। রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লোলাটিতে ব্যাংক এশিয়া লিমিটেড, প্রগতি সরণি শাখা, ঢাকা কর্তৃক অন্যান্য জমির সাথে নিলাম করা হয়েছে। জমিটি লোলাটিতে কোম্পানির বিস্কুট অ্যান্ড কনফেকশনারি ইউনিটের কাছে।
এই জমি ক্রয়ে কোম্পানি মোট ১ কোটি ০৫ লাখ ৯১ হাজার ২৫০ টাকা ব্যয় হবে। এর মধ্যে জমির দাম বাবদ ৯২ লাখ ৫০ হাজার টাকা আর জমি রেজিষ্ট্রেশন ও অন্যান্য খরচ বাবদ ১০ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা ব্যয় হবে।
এছাড়াও কোম্পানিটি আরো ৩০.৭৫ ডেসিমিল জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই জমি ক্রয়ে কোম্পানিটর মোট ১ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার টাকা ব্যয় হবে। এর মধ্যে জমির মূল্য বাবদ ১ কোটি ২৩ লাখ টাকা আর রেজিষ্ট্রেশন ও অন্যান্য খরচ বাবদ ব্যয় হবে ৩৫ লাখ ৬৭ হাজার টাকা।
বিজনেস আওয়ার/২৪ সেপ্টেম্বর, ২০২৩/পিএস