ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে হাশিম আমলার ভবিষ্যদ্বাণী

  • পোস্ট হয়েছে : ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • 72

স্পোর্টস ডেস্ক : ভারতে আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে কোন চার দল যেতে পারে সেটি নিয়ে নিজের মতামত/ভবিষ্যদ্বাণী ব্যক্ত করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলা।

একটি সাক্ষাৎকারে হাশিম আমলা বলেন, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সেমিফাইনালে যাওয়ার সম্ভাব্য বেশি। খবর ক্রিকেট পাকিস্তানের।

আমলার আগে বীরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা নিজেদের শেষ চারের নাম জানিয়ে দিয়েছেন। ডি ভিলিয়ার্স তো ফাইনালে কোন কোন দল খেলতে পারে সেটিও জানিয়ে দিয়েছেন। দ্রুততম সেঞ্চুরিয়ানের মতে, ফাইনালে খেলবে ভারত-ইংল্যান্ড।

স্বদেশি ডি ভিলিয়ার্সের মতো ফাইনালের দুই দলের নাম না বললেও তাদের রেখেই নিজের চার দলের নাম জানিয়েছেন আমলা। সাবেক প্রোটিয়া ব্যাটার ভারত, ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে রেখেছেন নিজের পছন্দের শেষ চারে। তিনি বলেন, ‘ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ওপর বাজি ধরব।’

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনবার ওয়ানডে বিশ্বকাপ খেলে একবারও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি আমলা। শুধু তিনিই নন, ডি ভিলিয়ার্স, ক্যালিস, গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তিরাও সফল হতে পারেননি। সেরা দল হিসেবে টুর্নামেন্টে খেলতে নামলেও কোনোবারই চ্যাম্পিয়ন হয়নি প্রোটিয়ারা। এবার সেই আক্ষেপ ফুরাক এমনটি চান ৪০ বছর বয়সি ব্যাটার। এ জন্য দলকে কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মাথা শান্ত রেখে খেলার পরামর্শ দিয়েছেন আমলা। তিনি বলেছেন, সবচেয়ে জোরে আওয়াজ হয় মাথায়। তাই আপনার চিন্তাভাবনাগুলো কী, তা আপনাকে ট্র্যাক করতে হবে। প্রয়োজন অনুযায়ী নিজেকে সমর্পণ করতে হবে এবং সফল হওয়া যাবে।

বিজনেস আওয়ার/২৪ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে হাশিম আমলার ভবিষ্যদ্বাণী

পোস্ট হয়েছে : ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : ভারতে আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে কোন চার দল যেতে পারে সেটি নিয়ে নিজের মতামত/ভবিষ্যদ্বাণী ব্যক্ত করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলা।

একটি সাক্ষাৎকারে হাশিম আমলা বলেন, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সেমিফাইনালে যাওয়ার সম্ভাব্য বেশি। খবর ক্রিকেট পাকিস্তানের।

আমলার আগে বীরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা নিজেদের শেষ চারের নাম জানিয়ে দিয়েছেন। ডি ভিলিয়ার্স তো ফাইনালে কোন কোন দল খেলতে পারে সেটিও জানিয়ে দিয়েছেন। দ্রুততম সেঞ্চুরিয়ানের মতে, ফাইনালে খেলবে ভারত-ইংল্যান্ড।

স্বদেশি ডি ভিলিয়ার্সের মতো ফাইনালের দুই দলের নাম না বললেও তাদের রেখেই নিজের চার দলের নাম জানিয়েছেন আমলা। সাবেক প্রোটিয়া ব্যাটার ভারত, ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে রেখেছেন নিজের পছন্দের শেষ চারে। তিনি বলেন, ‘ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ওপর বাজি ধরব।’

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনবার ওয়ানডে বিশ্বকাপ খেলে একবারও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি আমলা। শুধু তিনিই নন, ডি ভিলিয়ার্স, ক্যালিস, গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তিরাও সফল হতে পারেননি। সেরা দল হিসেবে টুর্নামেন্টে খেলতে নামলেও কোনোবারই চ্যাম্পিয়ন হয়নি প্রোটিয়ারা। এবার সেই আক্ষেপ ফুরাক এমনটি চান ৪০ বছর বয়সি ব্যাটার। এ জন্য দলকে কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মাথা শান্ত রেখে খেলার পরামর্শ দিয়েছেন আমলা। তিনি বলেছেন, সবচেয়ে জোরে আওয়াজ হয় মাথায়। তাই আপনার চিন্তাভাবনাগুলো কী, তা আপনাকে ট্র্যাক করতে হবে। প্রয়োজন অনুযায়ী নিজেকে সমর্পণ করতে হবে এবং সফল হওয়া যাবে।

বিজনেস আওয়ার/২৪ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: