ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লেস্টার সিটি বিপক্ষে উড়ে গেলো ম্যানসিটি

  • পোস্ট হয়েছে : ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • 47

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে লেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদে খেলতে নেমে বড় পরাজয় বরণ করতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। জেমি ভার্ডির অনবদ্য হ্যাটট্রিকে পেপ গার্দিওলার শিষ্যদের ৫-২ ব্যবধানে হারিয়েছে লেস্টার সিটি।

রোববার রাতে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল সিটিজেনরা। চতুর্থ মিনিটে রিয়াদ মাহরাজের ডানপায়ের শটে লিড নেয় তারা। কিন্তু সমতায় ফিরতে সময় নেয়নি লেস্টার। ভার্ডিকে বাধা দিতে গিয়ে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন কাইল ওয়াকার। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ৩৭তম মিনিটে পেনাল্টি কিক থেকে গোলের খাতা খুলেন ভার্ডি।

বিরতি থেকে ফিরে ৫৩তম মিনিটে কাস্তাগনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলে লেস্টারের ব্যবধানটা ২-১ করেন ভার্ডি। পাঁচ মিনিট পর আবারও পেনাল্টি পায় ব্রেন্ডন রজার্সের দল। এবারও পেনাল্টি নিতে এসে কোনো ভুল করেননি ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। পূর্ণ করেন হ্যাটট্রিক।

গোল শোধের জন্য মরিয়া সিটিজেনদের জালে ৭৭তম মিনিটে চতুর্থ বলটি জড়িয়ে দেন জেমস ম্যাডিসন। ৮৪তম মিনিটে একটি গোল শোধ দেন সিটির নাথান আকা। তবে এর ৪ মিনিট পরে পেনাল্টি থেকে আবারও গার্দিওলার দলের জালে বল পাঠান ইয়োরি টিলেমান্স।
ফলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লেস্টার সিটি।

বিজনেস আওয়ার/২৮ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লেস্টার সিটি বিপক্ষে উড়ে গেলো ম্যানসিটি

পোস্ট হয়েছে : ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে লেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদে খেলতে নেমে বড় পরাজয় বরণ করতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। জেমি ভার্ডির অনবদ্য হ্যাটট্রিকে পেপ গার্দিওলার শিষ্যদের ৫-২ ব্যবধানে হারিয়েছে লেস্টার সিটি।

রোববার রাতে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল সিটিজেনরা। চতুর্থ মিনিটে রিয়াদ মাহরাজের ডানপায়ের শটে লিড নেয় তারা। কিন্তু সমতায় ফিরতে সময় নেয়নি লেস্টার। ভার্ডিকে বাধা দিতে গিয়ে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন কাইল ওয়াকার। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ৩৭তম মিনিটে পেনাল্টি কিক থেকে গোলের খাতা খুলেন ভার্ডি।

বিরতি থেকে ফিরে ৫৩তম মিনিটে কাস্তাগনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলে লেস্টারের ব্যবধানটা ২-১ করেন ভার্ডি। পাঁচ মিনিট পর আবারও পেনাল্টি পায় ব্রেন্ডন রজার্সের দল। এবারও পেনাল্টি নিতে এসে কোনো ভুল করেননি ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। পূর্ণ করেন হ্যাটট্রিক।

গোল শোধের জন্য মরিয়া সিটিজেনদের জালে ৭৭তম মিনিটে চতুর্থ বলটি জড়িয়ে দেন জেমস ম্যাডিসন। ৮৪তম মিনিটে একটি গোল শোধ দেন সিটির নাথান আকা। তবে এর ৪ মিনিট পরে পেনাল্টি থেকে আবারও গার্দিওলার দলের জালে বল পাঠান ইয়োরি টিলেমান্স।
ফলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লেস্টার সিটি।

বিজনেস আওয়ার/২৮ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: