বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : এপেক্স ফুটওয়্যার, ইজেনারেশন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), বিবিএস ক্যাবলস, নাহি অ্যালুমিনিয়াম এবং বে লিজিং।
কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুটওয়্যারের বিকাল ৪টায়, ইজেনারেশনের বিকাল ৪টায়, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বিকাল ৩টায়, বিবিএস ক্যাবলসের বিকাল সাড়ে ৪টায়, নাহি অ্যালুমিনিয়ামের বিকাল সাড়ে ৫টায় এবং বে লিজিংয়ের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর, ২০২৩/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: