বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ তিন বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ০৩ জুন ২০২১, ৩০ জুন ২০২২ এবং ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৮৫) টাকা আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.৪২ টাকা।
৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.৭৮) টাকা আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৯৯ টাকা।
৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৪৯) টাকা আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৪৯ টাকা।
কোম্পানিটি লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেটের তারিখ পরে জানিয়ে দেবে।
বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর, ২০২৩/পিএস