বিজনেস আওয়ার প্রতিবেদক : ভারত-বাংলাদেশ প্রোটোকল রুট ব্যবহার করে কার্গো পরিবহন পরিষেবা সহজতর করার জন্য ভারতের শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের (এসএমপি) সাথে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শিলিগুড়ি এবং গুয়াহাটি করিডোর এড়িয়ে মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্ব ভারতে কার্গো পরিবহনের সময় এবং খরচ কমাতে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সাইফ পাওয়ারটেক।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমন। বন্দরের ট্রাফিক ম্যানেজার আরএস রাজহাঁস এবং সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর, ২০২৩/পিএস