স্পোর্টস ডেস্ক: সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ২০ মিনিটর পর শুরু হয়।
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করেন তানজিদ হাসান তামিম ও জাহির হাসান। জাকিরের ওয়ানডে অভিষেক হলো এ ম্যাচে। তবে ওয়ানডেতে অভিষেকে স্মরণীয় করতে পারলেন না জাকির হাসান। মাত্র ১ রানেই ফিরতে হলো এই ওপেনারকে। বাংলাদেশ দলীয় ৬ রানে হারাল প্রথম উইকেট।
জাকির হাসানের পর তানজিদ হাসান তামিমও প্যাভিলিয়নের পথ ধরলেন। প্রথম তিন ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলল বাংলাদেশ। স্লিপে ফিল অ্যালেনের হাতে ক্যাচ হয়েছেন বাঁহাতি তানজিদ। ৫ বলে ১ চারে করেছেন মাত্র ৫ রান। তার ফেরার মধ্য দিয়ে ২.১ ওভারে ৮ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককঞ্চি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।
বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর, ২০২৩/এএইচএ