বিজনেস আওয়ার প্রতিবেদক : বারবার নোটিশ দেয়ার পরও থেমে নেই শ্যামপুর সুগারের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি। লোকসানি এই কোম্পানিটির শেয়ার দর বেড়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) হল্টেড হয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের প্রতি এক শ্রেণীর বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
কোম্পানিটির শেয়ার দর বাড়ার কারণে চলতি মাসে দুই দফায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। এর জবাবে গত ১৭ ও ২৪ সেপ্টেম্বর দুই বার কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
সর্বশেষ ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪১.৭৭ টাকা। যদিও আগের বছর একই সময় থেকে লোকসান কমেছে। তবে শেয়ারপ্রতি লোকসান এতো বড় হওয়া স্বত্বেও কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে সন্দেহের চোখে দেখছেন সাধারণ বিনিয়োগকারীরা। তারা বলছেন লোকসানি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়া মানে কারসাজির সম্পৃক্ততা রয়েছে। কারসাজি করেই এভাবে শেয়ারটির দর অস্বাভাবিক বাড়ানো হচ্ছে।
সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার কড়া নজরদারীর অভাবেই শ্যামপুর সুগারের শেয়ার নিয়ে খেলা করছেন এক শ্রেণীর জুয়ারিরা। তাই জুয়ারিদের হাত থেকে সাধারণ বিনিয়োগকারীদের বাঁচাতে হবে। না হলে জুয়ারিতের কবলে পড়ে সব হারাতে পারে শ্যামপুর সুগারের সাধারণ বিনিয়োগকারীরা।
উল্লেখ্য, গতকাল কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৬.৫০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩১.১০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৯.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১২.৬০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/২৭ সেপ্টেম্বর, ২০২৩/পিএস