বিজনেস আওয়ার প্রতিবেদক : যমুনা এডিবল অয়েলের সাথে চুক্তি সম্পাদনের পর শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েলের উৎপাদন ক্ষমতা বেড়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, যমুনা এডিবল অয়েলের সাথে চুক্তি সম্পাদনের পর এমারেল্ড অয়েলের উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৬০০ মেট্রিক টন বৃদ্ধি পাবে। প্রতি বছর কোম্পানিটির বিক্রির পরিমাণ দাঁড়াবে প্রায় ৯০০ কোটি টাকা এবং যমুনা এডিবল অয়েলের সাথে ভাগাভাগি অনুপাতে বছরে কোম্পানিটির মুনাফা হবে প্রায় ৩০ কোটি টাকা।
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: