বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে ২৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে বুধবার (২৭ সেপ্টেম্বর)। এদিন কোনো খাতই দাঁড়াতে পারেনি। যেকয়টি কোম্পানির শেয়ার দর বেড়েছে এর মাধ্যমে নামমাত্র উত্থান হয়েছে শেয়ারবাজারে। সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৮৪.৬৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুইহাজার ১৪০.৩৫ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক ০.০৩ পয়েন্ট কমেছে।
ডিএসইতে ৩০২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির বা ২৩.১৮ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭৮টির বা ২৫.৮৩ শতাংশের এবং ১৫৪টির বা ৫০.৯৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৪২২ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৭ কোটি ৭১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ০১ লাখ টাকা।
এদিন শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮০.৫৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২.২৫ পয়েন্ট এবং সিএসআই ০.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১০৮.০৪ পয়েন্টে এবং একহাজার ১৬৭.৭০ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ৭.৭২ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ০.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৫৮.৭৩ পয়েন্টে এবং একহাজার ৩০৬.৪১ পয়েন্টে।
আজ সিএসইতে ১৪৭টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ৫০ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২৭ সেপ্টেম্বর, ২০২৩/পিএস