বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের কার্যদিবস ছোট উত্থান হলেও রবিবার (০১ অক্টোবর) সপ্তাহে প্রথম কার্যদিবস পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে বাড়ার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন পাঁচশত কোটি টাকা ছাড়িয়েছে। যা আগের কার্যদিবস থেকে বেশি।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৪.৯০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.২২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৭.৩৭ পয়েন্টে এবং দুইহাজার ১৩৫.৬৯ পয়েন্টে।
ডিএসইতে ৩০২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির বা ১২.২৫ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১২০টির বা ৩৯.৭৪ শতাংশের এবং ১৪৫টির বা ৪৮.০১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৫৩১ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৯ কোটি ৬৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৩০ লাখ টাকা।
এদিন শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৯.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬০.৬২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১১.৬৮ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩.১৭ পয়েন্ট, ডিএসই-৫০ সূচক ০.৪১ পয়েন্ট এবং সিএসআই ১.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৯৬.৩৬ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৫.৫৬ পয়েন্টে, একহাজার ৩০৬.০০ পয়েন্টে এবং একহাজার ১৬৬.৩০ পয়েন্টে।
আজ সিএসইতে ১৪৯টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৭০টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ১২ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০১ অক্টোবর, ২০২৩/পিএস