বিজনেস আওয়ার প্রতিবেদক : রবিবার সূচক কমলেও সোমবার (০২ অক্টোবর) সূচক বেড়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে কমার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭২.৯৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একহাজার ৩৫৭.৬০ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুইহাজার ১৩৪.৬২ পয়েন্টে।
ডিএসইতে ২৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির বা ৩০.৮৫ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৫৮টির বা ২০.৫৭ শতাংশের এবং ১৩৭টির বা ৪৮.৫৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৪৬৫ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৬ কোটি টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৩১ কোটি ৯৩ লাখ টাকা।
এদিন শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬৬.২৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৩.১৯ পয়েন্ট এবং সিএসআই ০.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৯৯.৫৬ পয়েন্টে এবং একহাজার ১৬৬.৮২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ০.৫০ পয়েন্ট ও ডিএসই-৫০ সূচক ০.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৫৫.০৬ পয়েন্টে ও একহাজার ৩০৫.৫২ পয়েন্টে
আজ সিএসইতে ১৪৫টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ১১ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০২ অক্টোবর, ২০২৩/পিএস