ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কানাডার ৪১ কূটনীতিককে ফিরিয়ে নিতে বলছে ভারত

  • পোস্ট হয়েছে : ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • 27

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১০ অক্টোবরের মধ্যে ৪১ জন কূটনীতিককে কানাডায় ফিরিয়ে নিতে বলেছে ভারত। এর মধ্য দিয়ে দুই দেশের শীতল কূটনৈতিক সম্পর্কে আরও টানাপোড়েন দেখা দিলো।

দ্য ফাইনান্সিয়াল টাইমস এর বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় জুন মাসে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকারের এজেন্টদের ভূমিকা ছিল- কানাডার এ দাবিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিরোধ শুরু হয়। ভারত হরদীপ সিংকে ‘সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করলেও তাকে হত্যার অভিযোগ অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে।

ভারতের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দ্য ফিনান্সিয়াল টাইমস বলছে, ভারত ওই ৪১ কূটনীতিককে ১০ অক্টোবরের পর থেকে অবশ্যই চলে যেতে বলেছে। এই সময়ের পর থেকে তাদের কূটনৈতিক নিরাপত্তা প্রত্যাহারের হুমকিও দিয়েছে ভারত।

ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন। ভারত বলছে, এই কূটনীতিকদের মধ্যে ৪১ জনকে কমিয়ে আনা উচিত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এর আগে বলেছিলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের জন্য সহিংস ও ভীতিকর পরিবেশ রয়েছে। দেশটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি নয়াদিল্লিকে হতাশ করেছে।

এর আগে কানাডা ভারতে অক্টোবর মাসে বাণিজ্য মিশন স্থগিতের ঘোষণা দেয়। সেপ্টেম্বরের মাঝামাঝিতে কানাডার বাণিজ্যমন্ত্রী মেরি এনজির মুখপাত্র শান্তি কসেন্টিনো বলেন, ‘এবার আমরা ভারতে আসন্ন বাণিজ্য মিশন স্থগিত করছি।’

বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কানাডার ৪১ কূটনীতিককে ফিরিয়ে নিতে বলছে ভারত

পোস্ট হয়েছে : ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১০ অক্টোবরের মধ্যে ৪১ জন কূটনীতিককে কানাডায় ফিরিয়ে নিতে বলেছে ভারত। এর মধ্য দিয়ে দুই দেশের শীতল কূটনৈতিক সম্পর্কে আরও টানাপোড়েন দেখা দিলো।

দ্য ফাইনান্সিয়াল টাইমস এর বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় জুন মাসে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকারের এজেন্টদের ভূমিকা ছিল- কানাডার এ দাবিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিরোধ শুরু হয়। ভারত হরদীপ সিংকে ‘সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করলেও তাকে হত্যার অভিযোগ অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে।

ভারতের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দ্য ফিনান্সিয়াল টাইমস বলছে, ভারত ওই ৪১ কূটনীতিককে ১০ অক্টোবরের পর থেকে অবশ্যই চলে যেতে বলেছে। এই সময়ের পর থেকে তাদের কূটনৈতিক নিরাপত্তা প্রত্যাহারের হুমকিও দিয়েছে ভারত।

ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন। ভারত বলছে, এই কূটনীতিকদের মধ্যে ৪১ জনকে কমিয়ে আনা উচিত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এর আগে বলেছিলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের জন্য সহিংস ও ভীতিকর পরিবেশ রয়েছে। দেশটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি নয়াদিল্লিকে হতাশ করেছে।

এর আগে কানাডা ভারতে অক্টোবর মাসে বাণিজ্য মিশন স্থগিতের ঘোষণা দেয়। সেপ্টেম্বরের মাঝামাঝিতে কানাডার বাণিজ্যমন্ত্রী মেরি এনজির মুখপাত্র শান্তি কসেন্টিনো বলেন, ‘এবার আমরা ভারতে আসন্ন বাণিজ্য মিশন স্থগিত করছি।’

বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: