ঝিনাইদহ প্রতিবেদক : ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের বারোই পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে মন্দিরে প্রবেশ করে প্রতিমার মাথা ভেঙে দিয়েছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ- গোয়েন্দা সংস্থা ও পূজা উদযাপন পরিষদের নেতারা।
স্থানীয় মন্দির কমিটির সভাপতি প্রভাত অধিকারী ও পোড়াহাটি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার কুন্ডু জানান, আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পোড়াহাটি গ্রামের বারোই পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা তৈরীর কাজ চলছিল। স্থানীয় মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা রাতে পাহারাও দিতো। গতরাতে যখন তারা খেতে যায় এ সুযোগে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করে পালিয়ে যায়।
সকালে মন্দিরে প্রতিমা তৈরীর কাজ করতে গিয়ে তারা দেখে তৈরি করা প্রতিমাগুলোর মাথা ভাঙা অবস্থায় পরে আছে। খবর পেয়ে পুলিশ সুপার আজিম-উল আহসানসহ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃঞ্চ বিশ্বাসসহ প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন।
এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃঞ্চ বিশ্বাস জানান, দুর্গা মন্দিরে যেভাবে ভাংচুর করা হয়েছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেয়া প্রয়োজন। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কোন ধর্মের হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
ঝিনাইদহ সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, রাতে পাহারার ব্যবস্থা ছিলো। তারা খেতে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে চলে গেছে। আমরা তদন্ত করছি। খুব দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।
বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২৩/রাজিব/পিএস