বিজনেস আওয়ার প্রতিবেদক : সোমবার বাড়লেও মঙ্গলবার (০৩ অক্টোবর) সূচক কমেছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে বেশি সংখ্যক কোম্পানির শেয়ার দরও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬২.৪৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৮০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৬.৮০ পয়েন্টে এবং দুইহাজার ১৩৪.৫৪ পয়েন্টে।
ডিএসইতে ৩০২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির বা ১২.৫৮ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১০৯টির বা ৩৬.০৯ শতাংশের এবং ১৫৫টির বা ৫১.৩২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৪৯৭ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩১ কোটি ২৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৯৩ লাখ টাকা।
এদিন শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১০.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫৬.০৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৬.১৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২.৭৭ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.০০২ পয়েন্ট, এবং সিএসআই ০.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৯৩.৩৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৫২.২৮ পয়েন্টে, একহাজার ৩০৫.৫১ পয়েন্টে এবং একহাজার ১৬৬.৭৪ পয়েন্টে।
আজ সিএসইতে ১৫১টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ৭০টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ৯ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০৩ অক্টোবর, ২০২৩/পিএস