ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফের হাসপাতালে ভর্তি শায়খ আহমাদুল্লাহ

  • পোস্ট হয়েছে : ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • 134

বিজনেস আওয়ার প্রতিবেদক: অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শারীরিক অবস্থা পর্যালোচনায় জরুরি ভিত্তিতে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৪ অক্টোবর) এই ইসলামি আলোচকের পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এ ছাড়া পেজে শায়খ আহমাদুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

পোস্টে জানানো হয়, ‘আপনারা জানেন, শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) বেশ কিছুদিন ধরে অসুস্থ। মাঝখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে তার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকগণ জরুরি ভিত্তিতে একটি অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আজ রাতে অপারেশনটি সম্পন্ন হবে ইন-শা-আল্লাহ। অবস্থার উন্নতি হওয়ার আগ পর্যন্ত জুমার খুতবা, লাইভ প্রশ্নোত্তর, জাপানের আসন্ন দাওয়াতি সফরসহ তার সকল প্রোগ্রাম স্থগিত থাকবে। সুস্থ হওয়ার পর তিনি যথারীতি কাজে যোগ দেবেন ইন-শা-আল্লাহ।’

পোস্টে আরও জানানো হয়, ‘আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ দান করেন, তিনি যেন আবার দাওয়াহর ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন- এ জন্য আপনাদের আন্তরিক দোয়া কামনা করছি।’

এর আগে, গত ৩১ আগস্ট শায়খ আহমাদুল্লাহ অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এর কিছুদিন পর ৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকের পরামর্শে বাসায় বেড রেস্ট দেওয়া হয় তাকে।

বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফের হাসপাতালে ভর্তি শায়খ আহমাদুল্লাহ

পোস্ট হয়েছে : ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শারীরিক অবস্থা পর্যালোচনায় জরুরি ভিত্তিতে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৪ অক্টোবর) এই ইসলামি আলোচকের পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এ ছাড়া পেজে শায়খ আহমাদুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

পোস্টে জানানো হয়, ‘আপনারা জানেন, শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) বেশ কিছুদিন ধরে অসুস্থ। মাঝখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে তার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকগণ জরুরি ভিত্তিতে একটি অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আজ রাতে অপারেশনটি সম্পন্ন হবে ইন-শা-আল্লাহ। অবস্থার উন্নতি হওয়ার আগ পর্যন্ত জুমার খুতবা, লাইভ প্রশ্নোত্তর, জাপানের আসন্ন দাওয়াতি সফরসহ তার সকল প্রোগ্রাম স্থগিত থাকবে। সুস্থ হওয়ার পর তিনি যথারীতি কাজে যোগ দেবেন ইন-শা-আল্লাহ।’

পোস্টে আরও জানানো হয়, ‘আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ দান করেন, তিনি যেন আবার দাওয়াহর ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন- এ জন্য আপনাদের আন্তরিক দোয়া কামনা করছি।’

এর আগে, গত ৩১ আগস্ট শায়খ আহমাদুল্লাহ অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এর কিছুদিন পর ৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকের পরামর্শে বাসায় বেড রেস্ট দেওয়া হয় তাকে।

বিজনেস আওয়ার/০৪ অক্টোবর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: