ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিপক্ষে দেশেই খেলবে ভারত!

  • পোস্ট হয়েছে : ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • 75

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে আমিরাতে চলছে আইপিএলের ১৩তম আসর। তবে ভারতে ক্রিকেট ফিরবে কবে?- এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা নেই খোদ দেশটির ক্রিকেট বোর্ডেরও। আইপিএল আরব আমিরাতে আয়োজন করলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য অন্য কোনো দেশের শরণাপন্ন হতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরব আমিরাতে এই সিরিজ আয়োজনের সুবিধা থাকলেও, গাঙ্গুলি চাইছেন নিজেদের দেশেই খেলতে। শুধু ইংল্যান্ড সিরিজ নয়, আগামী বছরের সব খেলা নিজেদের দেশেই আয়োজন করতে চান বিসিসিআই প্রধান। সৌরভ গাঙ্গুলির আশা, যে করেই হোক আগামী জানুয়ারিতে ইংল্যান্ডকে নিজেদের দেশে স্বাগত জানাবেন তারা।

এ বিষয়ে সৌরভ বলেন, আমাদের প্রথম চেষ্টা থাকবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি ভারতের মাটিতেই আয়োজন করতে। সিরিজগুলো ভারতের মাঠে রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে। ভারতেই খেলতে চাই আমরা।

গাঙ্গুলি নিজ দেশে সিরিজ আয়োজন করতে চাইলেও, করোনা পরিস্থিতিতে এটিকে কল্পনাই বলা চলে। সরকারি হিসেব মোতাবেক এখনও পর্যন্ত ভারতে ৬০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃতের সংখ্যাও ৯৫ হাজারের বেশি। এমতাবস্থায় কী করে সম্ভব মাঠে ক্রিকেট ফেরানো?

গাঙ্গুলির কথা, আমরাও বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি। আগে আমাদের ঘরোয়া মৌসুম আয়োজনের ব্যাপারে চিন্তা করছি। এ ব্যাপারে সকল সমন্বয় এবং পরিস্থিতির কোথাও ভেবে রেখেছি আমরা। আমরা সর্বাত্মক চেষ্টা করব।

বিজনেস আওয়ার/২৯ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইংল্যান্ডের বিপক্ষে দেশেই খেলবে ভারত!

পোস্ট হয়েছে : ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে আমিরাতে চলছে আইপিএলের ১৩তম আসর। তবে ভারতে ক্রিকেট ফিরবে কবে?- এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা নেই খোদ দেশটির ক্রিকেট বোর্ডেরও। আইপিএল আরব আমিরাতে আয়োজন করলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য অন্য কোনো দেশের শরণাপন্ন হতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরব আমিরাতে এই সিরিজ আয়োজনের সুবিধা থাকলেও, গাঙ্গুলি চাইছেন নিজেদের দেশেই খেলতে। শুধু ইংল্যান্ড সিরিজ নয়, আগামী বছরের সব খেলা নিজেদের দেশেই আয়োজন করতে চান বিসিসিআই প্রধান। সৌরভ গাঙ্গুলির আশা, যে করেই হোক আগামী জানুয়ারিতে ইংল্যান্ডকে নিজেদের দেশে স্বাগত জানাবেন তারা।

এ বিষয়ে সৌরভ বলেন, আমাদের প্রথম চেষ্টা থাকবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি ভারতের মাটিতেই আয়োজন করতে। সিরিজগুলো ভারতের মাঠে রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে। ভারতেই খেলতে চাই আমরা।

গাঙ্গুলি নিজ দেশে সিরিজ আয়োজন করতে চাইলেও, করোনা পরিস্থিতিতে এটিকে কল্পনাই বলা চলে। সরকারি হিসেব মোতাবেক এখনও পর্যন্ত ভারতে ৬০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃতের সংখ্যাও ৯৫ হাজারের বেশি। এমতাবস্থায় কী করে সম্ভব মাঠে ক্রিকেট ফেরানো?

গাঙ্গুলির কথা, আমরাও বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি। আগে আমাদের ঘরোয়া মৌসুম আয়োজনের ব্যাপারে চিন্তা করছি। এ ব্যাপারে সকল সমন্বয় এবং পরিস্থিতির কোথাও ভেবে রেখেছি আমরা। আমরা সর্বাত্মক চেষ্টা করব।

বিজনেস আওয়ার/২৯ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: