বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ১৪টির বা ৪.৭১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে সেন্ট্রাল ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.১০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেন্ট্রাল ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এমারেল্ড অয়েলের ৬.৮৪ শতাংশ, ন্যাশনাল টি’র ১.৩৯ শতাংশ, এপেক্স ট্যানারির ১.০৪ শতাংশ, বাটা সু’র ১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ০.৭০ শতাংশ, সী পার্লের ০.৬২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ০.৪৮ শতাংশ, যমুনা অয়েলের ০.২২ শতাংশ এবং ইস্টার্ন ক্যাবলসের শেয়ার দর ০.১৬ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/০৮ অক্টোবর, ২০২৩/পিএস