স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে আবেগী স্ট্যাটাস দিয়েছেন উম্মে আল হাসান শিশির।
আফগানিস্তান ম্যাচের পর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। আজ রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসুবকে সাকিবকে নিয়ে আবারও আবেগী বার্তা দিয়েছেন উম্মে আহমেদ শিশির।
সেখানে স্ত্রী শিশির লিখেছেন, ‘জয় বা হার কোন ব্যাপার না আমাদের কাছে। একটি পরিবার হিসেবে আমরা সবসময় তোমার সাথে আছি, আমরাই আমাদের নিজস্ব পৃথিবী। তুমি তোমার শক্তি জানো, আমি তোমার দূর্বলতা জানি, আমরা অনেক দূর এসেছি। কিন্তু এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এটাই শেষ নয় তোমার জন্য, সবকিছু উপভোগ করো! যাই হোক না কেন তুমি জানো, তোমার পরিবার তোমার জন্য আছে।’
এর আগে আইসিসির দেওয়া পোস্টারে সাকিবের নাম দেখেও ব্যাঙ্গাত্মক পোস্ট করেছিলেন সাকিবপত্নী। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরেও ছিল শিশিরের স্ট্যাটাস।
বিজনেস আওয়ার/০৮ অক্টোবর, ২০২৩/এএইচএ