আন্তর্জাতিক ডেস্ক: হামাস ও ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
গত শনিবার ইসরায়েলে হামাসের হঠাৎ হামলার পরপর তেলআবিবের পাশে দাঁড়াতে বিমানবাহী রণতরীসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ফিলিস্তিনিদের দমনে তেলআবিবকে প্রচুর সামরিক সহায়তার ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পরপর হিজবুল্লাহ এই হুমকি দিয়েছে।
যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে এক বিবৃতিতে হিজবুল্লাহর এক মুখমাত্র বলেছেন, ‘ফিলিস্তিন ইউক্রেন নয়।’ তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে এই অঞ্চলে থাকা সব মার্কিন স্থাপনা প্রতিরোধ জোটের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আমাদের হামলার মুখে পড়বে। সেই দিন কোনো নির্দিষ্ট সীমারেখা থাকবে না।’
বিজনেস আওয়ার/০৯ অক্টোবর, ২০২৩/এএইচএ