স্পোর্টস ডেস্ক: ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখে খেলছেন লিটন। প্রথম ওভারেই টানা তিন চার হাঁকিয়ে আভাস দিয়েছিলেন ফেরার, ফিরলেনও বটে। লিটনের আক্রমণাত্মক ব্যাটিং ৩৮ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি।
লিটন এমন সময় জ্বলে উঠলেন, যখন অপরপ্রান্তে চলছে আসা-যাওয়ার মিছিল। পাওয়ার প্লেতেই তাকে রেখে ফিরে গেছেন চারজন। দলও নেই খুব একটা ভালো অবস্থানে, ১২ ওভারে মাত্র ৬৮ রানেই হারিয়ে ফেলেছে ৪ উইকেট।
৩৬৫ রানের লক্ষ্য তাড়ায় যেমন শুরু প্রয়োজন ছিল, তেমনি করেন লিটন। তবে তাকে সঙ্গ দিতে পারছে না কেউ। তানজিদ তামিম (১), শান্ত ০ ও সাকিব আল হাসান ফেরেন ৯ বলে ১ রানে। মিরাজও ফেরেন দুই অঙ্কের ঘরে পৌঁছার আগেই, ৮ রানে।
লিটনের সাথে এখন মাঠে আছেন মুশফিক। লিটন ৫১ ও মুশফিক ব্যাট করছেন ৪ রানে।
বিজনেস আওয়ার/১০ অক্টোবর, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: