আন্তর্জাতিক ডেস্ক :অনতিবিলম্বে ফিলিস্তিনি-ইসরায়েল সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানের অধিকারকর্মী মালালা ইউসুফজাই। মঙ্গলবার সামাজিকমাধ্যম এক্সে (যা পূর্বের নাম টুইটার) টুইট করে অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।
মালালা বলেন, যুদ্ধের সময় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও ন্যায়বিচার প্রত্যাশী সব মানুষ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়।
নোবেল বিজয়ী মালালা বলেন, আমি গত কয়েক দিন ধরে ঘটে যাওয়া সংঘাতে ফিলিস্তিনি এবং ইসরায়েলি শিশুদের কথা মনে করি। করণে যে কোনো সংঘাতের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বৃদ্ধ ও শিশুরা।
তিনি আরও বলেন, যুদ্ধ কখনই শিশুদের রেহাই দেয় না। যারা ইসরায়েলে নিজের বাড়ি থেকে অপহৃত হয়েছেন, যারা বিমান হামলা থেকে বাঁচতে লুকিয়ে আছেন এবং গাজায় খাবার ও পানি ছাড়া এখন যারা কঠিন সময় পার করছেন। পবিত্র ভূমিতে শান্তি ও ন্যায়বিচারের জন্য আকাঙ্ক্ষিত সমস্ত শিশু এবং মানুষের জন্য আজ আমি শোকাহত।
বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২৩/পিএস