বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৪টির বা ২২.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে লিবরা ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে লিবরা ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল একহাজার ১১৭.০০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে একহাজার ৬৪.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫২.৫০ টাকা বা ৪.৭০ শতাংশ কমেছে। এর মাধ্যমে লিবরা ইনফিউশন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এপেক্স ট্যানারির ৪.৬২ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩.৮০ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩.৫০ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৩.৩৮ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩.১৫ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৩.০৩ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২.৮৮ শতাংশ, শ্যামপুর সুগারের ২.৮৩ শতাংশ এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৭৯ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২৩/পিএস