ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চেলসিকে হারিয়ে কারাবো কাপের কোয়ার্টারে টটেনহাম

  • পোস্ট হয়েছে : ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • 46

স্পোর্টস ডেস্ক: কারাবো কাপের শেষ ১৬’র লড়াইয়ে শিষ্য ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসিকে পেনাল্টি শুটআউটে পরাজিত করে মরিনহোর টটেনহ্যাম। নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়াই টাইব্রেকারে। আর পেনাল্টি শ্যুট আউটে চেলসিকে ৫-৪ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে টটেনহাম হটস্পার্স।

ম্যাচের শুরুর দিকে চেলসিকে গোল করে এগিয়ে নেন চলতি মৌসুমে যোগ দেওয়া জার্মান স্ট্রাইকার টিমো ভার্নার আর ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে স্পার্সকে সমতায় ফেরান এরিক লামেলা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানে স্পার্স পাঁচটি শটেই গোল করে আর চেলসির হয়ে শেষ শটটি মিস করেন তরুণ মিডফিল্ডার মেসন মাউন্ট।

ম্যাচের ১৯তম মিনিটে গোলের খাতা খুলে চেলসিকে এগিয়ে দেন টিমো ভার্নার। তবে শেষ পর্যন্ত চেলসির হয়ে তার প্রথম গোল দলকে জয় এনে দিতে পারেনি। ম্যাচের অন্তিম মুহূর্তে স্পার্সকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড এরিক লামেলা। ম্যাচের ৮৪তম মিনিটে সার্জিও রেগুলনের ক্রস ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে। তাতেই ১-১ গোলের সমতায় ফেরে চেলসি। আর ম্যাচ শেষ হয় সমতাতেই।

এবার পালা ম্যাচ মীমাংসার, তাই তো খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুট আউটে স্পার্সের হয়ে গোল করেন এরিক ডায়ার, এরিক লামেলা, এমিল হজবার্গ, লুকাস মৌরা এবং হ্যারি কেন। চেলসির হয়ে প্রথম চারটি শট থেকে গোল করেন টামি আব্রহাম, চেজার আজপিলিকুয়েটা, জর্জিনহো এবং এমারসন।

এরপর ৫ম শটটি নিতে আসেন চেলসির তরুণ ইংলিশ মিডফিল্ডার মেসন মাউন্ট। শট নিতে এসে বল গোলপোস্টের বাইরে পাঠিয়ে দেন মাউন্ট। আর তাতেই ম্যাচ হাতছাড়া হয় ব্লুজদের। টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জিতে শেষ পর্যন্ত কারাবো কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে জোসে মোরিনহোর টটেনহাম হটস্পার্স।

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চেলসিকে হারিয়ে কারাবো কাপের কোয়ার্টারে টটেনহাম

পোস্ট হয়েছে : ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: কারাবো কাপের শেষ ১৬’র লড়াইয়ে শিষ্য ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসিকে পেনাল্টি শুটআউটে পরাজিত করে মরিনহোর টটেনহ্যাম। নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়াই টাইব্রেকারে। আর পেনাল্টি শ্যুট আউটে চেলসিকে ৫-৪ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে টটেনহাম হটস্পার্স।

ম্যাচের শুরুর দিকে চেলসিকে গোল করে এগিয়ে নেন চলতি মৌসুমে যোগ দেওয়া জার্মান স্ট্রাইকার টিমো ভার্নার আর ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে স্পার্সকে সমতায় ফেরান এরিক লামেলা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানে স্পার্স পাঁচটি শটেই গোল করে আর চেলসির হয়ে শেষ শটটি মিস করেন তরুণ মিডফিল্ডার মেসন মাউন্ট।

ম্যাচের ১৯তম মিনিটে গোলের খাতা খুলে চেলসিকে এগিয়ে দেন টিমো ভার্নার। তবে শেষ পর্যন্ত চেলসির হয়ে তার প্রথম গোল দলকে জয় এনে দিতে পারেনি। ম্যাচের অন্তিম মুহূর্তে স্পার্সকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড এরিক লামেলা। ম্যাচের ৮৪তম মিনিটে সার্জিও রেগুলনের ক্রস ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে। তাতেই ১-১ গোলের সমতায় ফেরে চেলসি। আর ম্যাচ শেষ হয় সমতাতেই।

এবার পালা ম্যাচ মীমাংসার, তাই তো খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুট আউটে স্পার্সের হয়ে গোল করেন এরিক ডায়ার, এরিক লামেলা, এমিল হজবার্গ, লুকাস মৌরা এবং হ্যারি কেন। চেলসির হয়ে প্রথম চারটি শট থেকে গোল করেন টামি আব্রহাম, চেজার আজপিলিকুয়েটা, জর্জিনহো এবং এমারসন।

এরপর ৫ম শটটি নিতে আসেন চেলসির তরুণ ইংলিশ মিডফিল্ডার মেসন মাউন্ট। শট নিতে এসে বল গোলপোস্টের বাইরে পাঠিয়ে দেন মাউন্ট। আর তাতেই ম্যাচ হাতছাড়া হয় ব্লুজদের। টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জিতে শেষ পর্যন্ত কারাবো কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে জোসে মোরিনহোর টটেনহাম হটস্পার্স।

বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: