ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মৃত্যুর ৬ বছর পরেও পুলিশের হাতে ধরা যুবক!

  • পোস্ট হয়েছে : ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • 76

বিজনেস আওয়ার প্রতিবেদক: জামালপুরের ইসলামপুর আদালতে হত্যা মামলার আসামিকে মৃত্যুর ৬ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রী লাকী বেগম হত্যা মামলা থেকে বাঁচতে ৬ বছর ধরে মৃত দেখিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন হত্যাকারী স্বামী মো. ওসমান আলী।

গ্রেফতার আসামি মো. ওসমান আলী ওরফে ওসমান (৩৫) ইসলামপুর উপজেলার মন্নিয়ারচর গ্রামের মো. বাচ্চু ফকিরের ছেলে।

বুধবার রাতে জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ওসমান আলী ২০১২ সালের ১৯ আগস্ট সন্ধ্যায় তার স্ত্রীর কাছে ১ হাজার টাকা চান। টাকা দিতে অস্বীকার করায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেন তিনি। এ ঘটনায় ২০১২ সালের ২১ আগস্ট লাকী বেগমের বাবা মো. আব্দুর রহিম বক্স বাদী হয়ে ইসলামপুর থানায় হত্যা মামলা করেন।

তিনি আরও বলেন, হত্যা মামলার বিচার চলাকালে আসামিপক্ষ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতকে অবহিত করা হয় ২০১৭ সালের ১০ এপ্রিল হত্যা মামলার আসামি ওসমান কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর ভুয়া খবরটি এলাকাতেও ছড়ানো হয়। আদালতে মৃত দেখিয়ে ৬ বছর ধরে পালিয়ে ছিলেন ওসমান।

পুলিশ আসামির মৃত্যুর বিষয়টি আমলে না নিয়ে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে তার অবস্থান সনাক্ত করে। এরপর গোপন সংবাদে ইসলামপুর থানার পুলিশ বুধবার গাইবান্ধা জেলার সাঘাটা থানার যমুনার দুর্গমচর থেকে তাকে গ্রেফতার করে এবং ওইদিন রাতেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মৃত্যুর ৬ বছর পরেও পুলিশের হাতে ধরা যুবক!

পোস্ট হয়েছে : ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: জামালপুরের ইসলামপুর আদালতে হত্যা মামলার আসামিকে মৃত্যুর ৬ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রী লাকী বেগম হত্যা মামলা থেকে বাঁচতে ৬ বছর ধরে মৃত দেখিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন হত্যাকারী স্বামী মো. ওসমান আলী।

গ্রেফতার আসামি মো. ওসমান আলী ওরফে ওসমান (৩৫) ইসলামপুর উপজেলার মন্নিয়ারচর গ্রামের মো. বাচ্চু ফকিরের ছেলে।

বুধবার রাতে জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ওসমান আলী ২০১২ সালের ১৯ আগস্ট সন্ধ্যায় তার স্ত্রীর কাছে ১ হাজার টাকা চান। টাকা দিতে অস্বীকার করায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেন তিনি। এ ঘটনায় ২০১২ সালের ২১ আগস্ট লাকী বেগমের বাবা মো. আব্দুর রহিম বক্স বাদী হয়ে ইসলামপুর থানায় হত্যা মামলা করেন।

তিনি আরও বলেন, হত্যা মামলার বিচার চলাকালে আসামিপক্ষ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতকে অবহিত করা হয় ২০১৭ সালের ১০ এপ্রিল হত্যা মামলার আসামি ওসমান কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর ভুয়া খবরটি এলাকাতেও ছড়ানো হয়। আদালতে মৃত দেখিয়ে ৬ বছর ধরে পালিয়ে ছিলেন ওসমান।

পুলিশ আসামির মৃত্যুর বিষয়টি আমলে না নিয়ে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে তার অবস্থান সনাক্ত করে। এরপর গোপন সংবাদে ইসলামপুর থানার পুলিশ বুধবার গাইবান্ধা জেলার সাঘাটা থানার যমুনার দুর্গমচর থেকে তাকে গ্রেফতার করে এবং ওইদিন রাতেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: