ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নয়াপল্টনে বিএনপির গণঅনশন শুরু

  • পোস্ট হয়েছে : ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • 97

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ডাকা ‘গণঅনশন’ শুরু হয়েছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আজ শনিবার সকাল ১১ টায় গণ অনশন শুরু হয়েছে। যা দুপুর ২ টা পর্যন্ত চলবে।

ইতিমধ্যে গণঅনশনে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

গণঅনশনে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ। ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু, ডা. ফরহাদ হালিম ডোনার, আতাউর রহমান ঢালী, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত আছেন।

এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে ভিন্নধর্মী কর্মসূচি দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আজ শনিবার ড্যাবের বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা তাদের নিজ নিজ সদস্যদের নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠান/স্থানীয় প্রেস ক্লাব/শহীদ মিনারের সামনে এপ্রোন পরিহিত অবস্থায় মানববন্ধন বা অবস্থান কর্মসূচি করবেন।

ইতিমধ্যে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ শনিবার সকাল ১১টায় শাহবাগে বিএসএমএমইউ সংলগ্ন পূবালী ব্যাংকের সামনে শতাধিক চিকিৎসক এপ্রোন পরিহিত অবস্থায় মানববন্ধনে অংশ নিয়েছেন। তারা উক্ত দাবিতে বিভিন্ন স্লোগান দেন। উল্লেখ্য যে, গত দশ বছরে শাহবাগে কিংবা বিএসএমএমইউতে ড্যাবের উদ্যোগে এটি প্রথম প্রকাশ্য কর্মসূচি।

এ ছাড়া আগামীকাল রোববার সকাল ১১-১২টা পর্যন্ত ঢাকা মহানগরীর সকল শাখা একই কর্মসূচি পালন করবে এবং বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ড্যাবের কর্মসূচিতে এপ্রোন পরিহিত অবস্থায় নিজ নিজ শাখার ব্যানার নিয়ে অংশ নেবে।

একইসঙ্গে আগামীকাল বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ড্যাবের সকল পর্যায়ের নেতাকর্মী, সিনিয়র চিকিৎসক ও পেশাজীবী নেতৃবৃন্দের নিয়ে ড্যাবের উদ্যোগে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নয়াপল্টনে বিএনপির গণঅনশন শুরু

পোস্ট হয়েছে : ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ডাকা ‘গণঅনশন’ শুরু হয়েছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আজ শনিবার সকাল ১১ টায় গণ অনশন শুরু হয়েছে। যা দুপুর ২ টা পর্যন্ত চলবে।

ইতিমধ্যে গণঅনশনে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

গণঅনশনে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ। ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু, ডা. ফরহাদ হালিম ডোনার, আতাউর রহমান ঢালী, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত আছেন।

এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে ভিন্নধর্মী কর্মসূচি দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আজ শনিবার ড্যাবের বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা তাদের নিজ নিজ সদস্যদের নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠান/স্থানীয় প্রেস ক্লাব/শহীদ মিনারের সামনে এপ্রোন পরিহিত অবস্থায় মানববন্ধন বা অবস্থান কর্মসূচি করবেন।

ইতিমধ্যে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ শনিবার সকাল ১১টায় শাহবাগে বিএসএমএমইউ সংলগ্ন পূবালী ব্যাংকের সামনে শতাধিক চিকিৎসক এপ্রোন পরিহিত অবস্থায় মানববন্ধনে অংশ নিয়েছেন। তারা উক্ত দাবিতে বিভিন্ন স্লোগান দেন। উল্লেখ্য যে, গত দশ বছরে শাহবাগে কিংবা বিএসএমএমইউতে ড্যাবের উদ্যোগে এটি প্রথম প্রকাশ্য কর্মসূচি।

এ ছাড়া আগামীকাল রোববার সকাল ১১-১২টা পর্যন্ত ঢাকা মহানগরীর সকল শাখা একই কর্মসূচি পালন করবে এবং বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ড্যাবের কর্মসূচিতে এপ্রোন পরিহিত অবস্থায় নিজ নিজ শাখার ব্যানার নিয়ে অংশ নেবে।

একইসঙ্গে আগামীকাল বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ড্যাবের সকল পর্যায়ের নেতাকর্মী, সিনিয়র চিকিৎসক ও পেশাজীবী নেতৃবৃন্দের নিয়ে ড্যাবের উদ্যোগে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: