বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের ছোট পর্দার সুপরিচিত মুখ জিয়াউল হক পলাশ। তবে তিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত। ভক্তকূলে তাকে নিয়ে আগ্রহের শেষ নেই। এখন মূলত তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৩ এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এর আগে কিছু ফিকশনেও কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে এসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করছেন পলাশ।
অভিনয় না নির্মাণ কোনটা বেশি উপভোগ করেন? পলাশে জবাব, অভিনয় তো দর্শক পছন্দ করছেন। আর পরিচালক হওয়ার স্বপ্ন নিয়েই তো মিডিয়ায় যাত্রা শুরু করি। আগে থেকেই পরিচালনার প্রতি আলাদা একটা দুর্বলতা আছে। তবে দুইটাই সমান্তরালভাবে চলছে। সত্যি কথা বলতে অভিনয়,পরিচালনা দুইটাই উপভোগ করছি।
জানা গেছে, ছোটবেলায় ক্রিকেটার হতে চেয়েছিলেন পলাশ। তবে এসএসসি পাশ করার পর পরিচালক হওয়ার পোকাটা তার মাথায় ঢোকে। এখন পর্যন্ত সেই পোকাটা বিদ্যমান। তাই সামনে নির্মাণের দিকে মনোযোগ দিবেন পলাশ।
এ প্রসঙ্গে তিনি বলেন, খুব শীঘ্রই একটি ফিকশন নির্মাণ করতে যাচ্ছি। ইতিমধ্যে প্রি-প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। আগামী মাসেই শুটিংয়ে নামছি। এখন থেকে প্রতি মাসে অন্তত একটা করে ফিকশন বানানোর পরিকল্পনা আছে।
নাটকের জনপ্রিয়তা কমেছে আগের তুলনায় এ ব্যাপারে পলাশ বলেন, যুগে যুগে দর্শকের টেস্ট চেঞ্জ হয়। রাস্তা ঘাটে অনেকেই বলেন তারা এখন বাংলা নাটক দেখছে। এটা কিন্তু ইতিবাচক ব্যাপার। মাঝে মাঝে অনেকে নাটক নিয়ে হতাশা প্রকাশ করেন। তবে আমার কাছে মনে হয় হতাশ হওয়ার কিছু নেই, বাংলা নাটকে একটা নতুন জোয়ার শুরু হয়েছে। এবং এই জোয়ারটা চলবে।
বিজনেস আওয়ার/৩০ সেপ্টেম্বর, ২০২০/এ