বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের কার্যদিবস উত্থান হলেও রবিবার (১৫ অক্টোবর) সপ্তাহের প্রথম কার্যদিবস পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। আর যে পরিমাণ কোম্পানির শেয়ার দর কমেছে তার চেয়ে কম সংখ্যক কোম্পানির দর বেড়েছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৩.১৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৬.৯৮ পয়েন্টে এবং দুই হাজার ১৩৮.৮৮ পয়েন্টে।
ডিএসইতে ২৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির বা ১৭.৮১ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৯১টির বা ৩১.১৬ শতাংশের এবং ১৪৯টির বা ৫১.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৩৮৭ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩০ কোটি ৯২ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ২৯ লাখ টাকা।
এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৭.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৭.৫৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৫.২৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৭.৭৬ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৭৬ পয়েন্ট এবং সিএসআই ০.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৮২.১১ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৯.৩০ পয়েন্টে, একহাজার ৩০৭.৭৭ পয়েন্টে এবং একহাজার ১৬৫.৪৮ পয়েন্টে।
আজ সিএসইতে ১১৯টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ১৫ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৫ অক্টোবর, ২০২৩/পিএস