ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কর্মজীবনের শেষ দিনে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন শিক্ষক

  • পোস্ট হয়েছে : ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • 54

বিজনেস আওয়ার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার ‘আব্দুল্লাহপুর আমীর আলী উচ্চ বিদ্যালয়ের’ সহকারী প্রধান শিক্ষক মো. হারুন উর রশিদকে কর্মজীবনের শেষ দিনে হেলিকপ্টারে করে বাড়িতে পৌঁছে দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে এ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে বিদ্যালয় থেকে উপজেলার ভিংলাবাড়ি শিক্ষকের নিজ গ্রামে হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হয়। এ সময় উৎসুক জনতা ভিড় করেন।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন মোল্লা বলেন, হারুন উর রশিদ টানা ৩০ বছর আব্দুল্লাহপুর আমীর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি প্রায় এক যুগ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। আজ তার শেষ কর্মদিবস ছিল। তিনি কৃতিত্বের সঙ্গে দীর্ঘ কর্মজীবন পার করেছেন। তাই তার বিদায়ের দিনে সংবর্ধনার আয়োজন করা হয়। এদিন তার বিদায়ের খবর শুনে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ে ছুটে আসেন।

সাইফুল ইসলাম শামীম নামের এক প্রাক্তন শিক্ষার্থী বলেন, আমরা স্যারের কাছে পাঠদান করেছি। স্যারের কাছ থেকে শিক্ষা নিয়ে অনেক প্রাক্তন শিক্ষার্থী আজ বিভিন্ন উচ্চ পর্যায়ে চাকরি করছেন। আমিও একজন শিক্ষক হয়েছি। ছাত্রজীবনে দেখেছি তিনি কতটা আন্তরিক ছিলেন। শুধু আমারই নয়, সকল ছাত্রদের প্রিয় শিক্ষক ছিলেন তিনি। তার বিদায়ের খবর শুনে আমরা ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া করে আনি। তার বিদায়টিকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া।

বিদায় নেওয়া শিক্ষক হারুন উর রশিদ বলেন, আমার দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে এসে যে সম্মান পেয়েছি তা সারাজীবন মনে থাকবে। এতটা সম্মান জানানোর জন্য আমার শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিজনেস আওয়ার/১৫ অক্টোবর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কর্মজীবনের শেষ দিনে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন শিক্ষক

পোস্ট হয়েছে : ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার ‘আব্দুল্লাহপুর আমীর আলী উচ্চ বিদ্যালয়ের’ সহকারী প্রধান শিক্ষক মো. হারুন উর রশিদকে কর্মজীবনের শেষ দিনে হেলিকপ্টারে করে বাড়িতে পৌঁছে দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে এ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে বিদ্যালয় থেকে উপজেলার ভিংলাবাড়ি শিক্ষকের নিজ গ্রামে হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হয়। এ সময় উৎসুক জনতা ভিড় করেন।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন মোল্লা বলেন, হারুন উর রশিদ টানা ৩০ বছর আব্দুল্লাহপুর আমীর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি প্রায় এক যুগ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। আজ তার শেষ কর্মদিবস ছিল। তিনি কৃতিত্বের সঙ্গে দীর্ঘ কর্মজীবন পার করেছেন। তাই তার বিদায়ের দিনে সংবর্ধনার আয়োজন করা হয়। এদিন তার বিদায়ের খবর শুনে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ে ছুটে আসেন।

সাইফুল ইসলাম শামীম নামের এক প্রাক্তন শিক্ষার্থী বলেন, আমরা স্যারের কাছে পাঠদান করেছি। স্যারের কাছ থেকে শিক্ষা নিয়ে অনেক প্রাক্তন শিক্ষার্থী আজ বিভিন্ন উচ্চ পর্যায়ে চাকরি করছেন। আমিও একজন শিক্ষক হয়েছি। ছাত্রজীবনে দেখেছি তিনি কতটা আন্তরিক ছিলেন। শুধু আমারই নয়, সকল ছাত্রদের প্রিয় শিক্ষক ছিলেন তিনি। তার বিদায়ের খবর শুনে আমরা ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া করে আনি। তার বিদায়টিকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া।

বিদায় নেওয়া শিক্ষক হারুন উর রশিদ বলেন, আমার দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে এসে যে সম্মান পেয়েছি তা সারাজীবন মনে থাকবে। এতটা সম্মান জানানোর জন্য আমার শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিজনেস আওয়ার/১৫ অক্টোবর, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: