বিজনেস আওয়ার প্রতিবেদক: ফরিদপুর শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনষ্টিটিউটের দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে তিন অপহরণকারীকে আটক করেছে স্কুলের শিক্ষার্থীরা। এ সময় আটককৃতদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পরে অপহরণকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।
সোমবার (১৬ অক্টোবর) বেলা পৌনে দশটার দিকে শহরে কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউশন স্কুলের সামনে এঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী স্কুল শিক্ষার্থীরা জানান, সকালে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাস নিয়ে স্কুলের সামনে থেকে দশম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্কুলের শিক্ষার্থীরা মিলে ধাওয়া করে মাইক্রোবাস থেকে দুই অপহরণকারী এবং গাড়ীর ড্রাইভারকে আটক করে। এ সময় আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে অপর তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী অপহরণকাজে ব্যবহৃত মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে অপহরণকারী তিন জনকে আটক করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
আটক আসামিরা হলেন, ফরিদপুর সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের ইসমাইলের ছেলে মামুন (৫০) ও শহরের গোয়ালচামট এলাকার বাদশা মোল্লার ছেলে আলমগীর(৫২) ও মাইক্রোবাস চালক সাদ্দাম (২৮)।
এ ঘটনার পর স্কুলের শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করছে। ঘটনায় মূল হোতাকে দ্রুত আটকের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
পুলিশ সুপার মো. শাহাজাহান জানিয়েছেন, স্থানীয় জনতা অপহরণের চেষ্টাকালে তিন অপহরণকারীকে আটক করে গণধোলাই দেয়। এরপর পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। অপর মূল আসামিকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২৩/এএইচএ