আন্তর্জাতিক ডেস্ক : চীনে অনুষ্ঠিত তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন পৌঁছেছেন। মঙ্গলবার দেশটির রাজধানী বেইজিংয়ের আন্তর্জাতিক বিমান বন্দরে পুতিনকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনটাও।
সফরে পুতিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে স্বাক্ষাত করবেন। ইউক্রেন যুদ্ধ চলাকালিন চীন এবং রাশিয়ার মধ্যে আস্থা এবং সীমাহীন অংশীদারিত্ব লক্ষ্যে দুই নেতা স্বাক্ষাত করবেন।
গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর পুতিনের এটা কোনো পরিচিত দেশে দ্বিতীয় সফর। এই মাসের শুরুতে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কিরগিজস্তান সফরের পর চলতি বছর সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে এটি ক্রেমলিন প্রধানের প্রথম সরকারি সফর।
আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনকে ইউক্রেন থেকে অবৈধভাবে শিশুদের নির্বাসনের জন্য অভিযুক্ত করেছে। আইসিসি ১২৩টি সদস্য রাষ্ট্রকে পুতিনকে গ্রেপ্তার করে বিচারের জন্য হেগে স্থানান্তর করতে বলেছে। তবে কিরগিজস্তান বা চীন কেউই আইসিসির সদস্য নয়।
পরোয়ানা জারির ঠিক করেয়কদিন পর মস্কোতে পুতিনের সাথে শি জিনপিং শেষবারের মতো দেখা হয়েছিল। তখন শি জিনপিং পুতিনকে তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামে আসতে বেইজিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল।
পুতিন এই ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধনী সংবর্ধনায় যোগ দেবেন এবং ভিয়েতনাম, থাইল্যান্ড, মঙ্গোলিয়া এবং লাওসের নেতাদের সাথে বৈঠক করবেন।
পুতিন ফোরামে প্রধান অতিথি হিসেবে শি জিনপিংয়ের পর বক্তৃতা করবেন এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন।
বেইজিং জানিয়েছে, মস্কোর সাথে তার অংশীদারিত্বের পশ্চিমা সমালোচনা প্রত্যাখ্যান করেছে। মস্কোর সাথে বেইজিংয়ের সম্পর্কি আন্তর্জাতিক নিয়নকে লঙ্ঘন করে না এবং চীন যে কোনো দেশের সাথে সহযোগীতা করার অধিকার রাখে। সূত্র : রয়টার্স
বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২৩/পিএস