বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের কার্যদিবসের মতো মঙ্গলবারও (৭৬ অক্টোবর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। লেনদেন পাঁচশত কোটি টাকা ছাড়িয়েছে। আজ শেয়ারবাজারে যে পরিমাণ কোম্পানির শেয়ার দর কমেছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর বেড়েছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৩.৭১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৬২.৩২ পয়েন্টে এবং দুই হাজার ১৩৮.২৪ পয়েন্টে।
ডিএসইতে ৩১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির বা ২৪.৬৮ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৬৭টির বা ২১.২০ শতাংশের এবং ১৭১টির বা ৫৪.১২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৫৭২ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯৬ কোটি ১৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৭৬ কোটি ০৭ লাখ টাকা।
এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৫.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬৫.৯৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৪.৮৮ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৫৩ পয়েন্ট এবং সিএসআই ২.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৯৮.৪৯ পয়েন্টে, একহাজার ৩০৮.৩৭ পয়েন্টে এবং একহাজার ১৬৮.৫২ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ২.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৫১.৭৫ পয়েন্টে।
আজ সিএসইতে ১৪২টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৩২টির আর অপরিবর্তিত রয়েছে ৫৫টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৯ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২৩/পিএস