ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জন্মদিনে আকবররূপে ইমন

  • পোস্ট হয়েছে : ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ গত ১৫ জানুয়ারি বেশ সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছিল ইমন-ববিকে নিয়ে নতুন ছবি ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’-এর মহরত।
এর পরদিন হয় সিনেমার একটি গানের শুটিং। তারপর কিছুটা বিশ্রাম। কিন্তু এরপর আর ফেরা হয়নি ছবির কলাকুশলীদের। কারণ করোনার ‘বিশেষ’ ছুটি।
অন্যদিকে, আজ ২৮ মে ছবির নায়ক ইমন ওরফে আকবরের জন্মদিন। তাই এদিনটিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক সৈকত নাসির। অনলাইনে অবমুক্ত করা হয়েছে আকবরের লুক। আর এতে একেবারে অন্যরকমভাবে পাওয়া গেল ইমনকে।

১৯৮০ থেকে ২০০০ সালের সময়কালের ঢাকার গ্যাং কালচার নিয়ে ছবির মূল গল্প। ইমনকে হাজির করা হয়েছে আশির দশকের লুকে।

ফার্স্ট লুক নিয়ে ইমন বলেন, ‘ছবির শুটিংয়ের জন্য আমরা পুরোপুরি প্রস্তুতি ছিলাম। কিন্তু করোনায় তা সম্ভব হয়নি। শুধু একটি গানের কাজ হয়েছিল। পরিচালক সৈকত নাসির পরিকল্পনা করেছিলেন জন্মদিনে চমক দেওয়ার। তাই এই লুক তিনি প্রকাশ করলেন। ভালো লেগেছে তার উপহারটি পেয়ে।’

সিনেহল মাল্টিমিডিয়ার প্রথম প্রযোজিত ছবি ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। ছবিটির গল্প লিখেছেন রণক ইকরাম। চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবুর এবং সংলাপ আসাদ জামানের।

বিজনেস আওয়ার/ ২৮ মে,২০২০/ কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জন্মদিনে আকবররূপে ইমন

পোস্ট হয়েছে : ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ গত ১৫ জানুয়ারি বেশ সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছিল ইমন-ববিকে নিয়ে নতুন ছবি ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’-এর মহরত।
এর পরদিন হয় সিনেমার একটি গানের শুটিং। তারপর কিছুটা বিশ্রাম। কিন্তু এরপর আর ফেরা হয়নি ছবির কলাকুশলীদের। কারণ করোনার ‘বিশেষ’ ছুটি।
অন্যদিকে, আজ ২৮ মে ছবির নায়ক ইমন ওরফে আকবরের জন্মদিন। তাই এদিনটিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক সৈকত নাসির। অনলাইনে অবমুক্ত করা হয়েছে আকবরের লুক। আর এতে একেবারে অন্যরকমভাবে পাওয়া গেল ইমনকে।

১৯৮০ থেকে ২০০০ সালের সময়কালের ঢাকার গ্যাং কালচার নিয়ে ছবির মূল গল্প। ইমনকে হাজির করা হয়েছে আশির দশকের লুকে।

ফার্স্ট লুক নিয়ে ইমন বলেন, ‘ছবির শুটিংয়ের জন্য আমরা পুরোপুরি প্রস্তুতি ছিলাম। কিন্তু করোনায় তা সম্ভব হয়নি। শুধু একটি গানের কাজ হয়েছিল। পরিচালক সৈকত নাসির পরিকল্পনা করেছিলেন জন্মদিনে চমক দেওয়ার। তাই এই লুক তিনি প্রকাশ করলেন। ভালো লেগেছে তার উপহারটি পেয়ে।’

সিনেহল মাল্টিমিডিয়ার প্রথম প্রযোজিত ছবি ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। ছবিটির গল্প লিখেছেন রণক ইকরাম। চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবুর এবং সংলাপ আসাদ জামানের।

বিজনেস আওয়ার/ ২৮ মে,২০২০/ কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: