ঢাকা , মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে : প্রধানমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • 46

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা সবসময় সমর্থন জানিয়ে আসছি এবং বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে। প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের জন্য শুক্রবার বিশেষ প্রার্থনা এবং শোক দিবস ঘোষণার বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।

বুধবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ওআইসিভুক্ত ১৪টি দেশের প্রতিনিধিরা। পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দোয়া এবং শোক দিবসের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরায়েলের বর্বর হামলায় হতাহতদের জন্য আগামী শুক্রবার (২০ অক্টোবর) দেশের প্রতিটি মসজিদ ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া হামলার ঘটনায় শোক দিবস পালনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, ১৪ দেশের রাষ্ট্রদূত ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি সাধুবাদ জানান। চিন্তার দিক থেকে দেশগুলোর মধ্যে পার্থক্য থাকলেও ফিলিস্তিন ইস্যুতে দেশগুলো এক হতে পেরেছে বলে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ থেকে জরুরি ওষুধ ও ত্রাণ পাঠাতেও প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানান সচিব। তিনি বলেন, কোন পথে ওষুধ ও ত্রাণ পাঠানো হবে, বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নিতে জরুরি নির্দেশ দিয়েছেন।

পররাষ্ট্র সচিব আরও বলেন, ১৪ দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী ফিলিস্তিন ও ইসরাইল সমস্যার সমাধানে মুসলিম উম্মাহর ঐক্যের ওপরও জোর দিয়েছেন।

এছাড়া, সৌদি আরবে ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত ওআইসির জরুরি বৈঠক শেষে দেয়া রেজ্যুলেশনের মাধ্যমে পশ্চিমা ও ইসরাইলিদের কড়া বার্তা দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র সচিব।

বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে : প্রধানমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা সবসময় সমর্থন জানিয়ে আসছি এবং বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে। প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের জন্য শুক্রবার বিশেষ প্রার্থনা এবং শোক দিবস ঘোষণার বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।

বুধবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ওআইসিভুক্ত ১৪টি দেশের প্রতিনিধিরা। পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দোয়া এবং শোক দিবসের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরায়েলের বর্বর হামলায় হতাহতদের জন্য আগামী শুক্রবার (২০ অক্টোবর) দেশের প্রতিটি মসজিদ ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া হামলার ঘটনায় শোক দিবস পালনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, ১৪ দেশের রাষ্ট্রদূত ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি সাধুবাদ জানান। চিন্তার দিক থেকে দেশগুলোর মধ্যে পার্থক্য থাকলেও ফিলিস্তিন ইস্যুতে দেশগুলো এক হতে পেরেছে বলে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ থেকে জরুরি ওষুধ ও ত্রাণ পাঠাতেও প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানান সচিব। তিনি বলেন, কোন পথে ওষুধ ও ত্রাণ পাঠানো হবে, বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নিতে জরুরি নির্দেশ দিয়েছেন।

পররাষ্ট্র সচিব আরও বলেন, ১৪ দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী ফিলিস্তিন ও ইসরাইল সমস্যার সমাধানে মুসলিম উম্মাহর ঐক্যের ওপরও জোর দিয়েছেন।

এছাড়া, সৌদি আরবে ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত ওআইসির জরুরি বৈঠক শেষে দেয়া রেজ্যুলেশনের মাধ্যমে পশ্চিমা ও ইসরাইলিদের কড়া বার্তা দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র সচিব।

বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২৩/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: