বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে ডলার সংকটের কারণে রিজার্ভ থেকে আমদানিসহ নানা দায় মেটাচ্ছে সরকার। এতে রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারে নেমেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে রিজার্ভের যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায় বুধবার (১৮ অক্টোবর) পর্যন্ত রিজার্ভ দাঁড়ায় ২ হাজার ৯৫ কোটি ৭৮ লাখ ডলার।
আন্তর্জাতিক মুদ্রা সংস্থার (আইএমএফ) শর্ত অনুযায়ী, চলতি বছরের ১৩ জুলাই বিপিএম ৬ নিয়মে রিজার্ভের তথ্য প্রকাশ শুরু করে বাংলাদেশ ব্যাংক। তখন বিপিএম ৬ অনুযায়ী, দেশে রিজার্ভ ছিল ২ হাজার ৩৫৬ কোটি ডলার।
২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ৪ হাজার ৮০০ কোটি বা ৪৮ বিলিয়ন ডলারের বেশি। সেই রিজার্ভ (১৮ অক্টোবর) কমে হয়েছে ২ হাজার ৬৬৮ কোটি (২৬ দশমিক ৬৮ বিলিয়ন) ডলার। আইএমএফ হিসাব-পদ্ধতি ‘ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬)’ অনুযায়ী, রিজার্ভ বর্তমানে ২ হাজার ৯৫ কোটি (২০ দশমিক ৯৫ বিলিয়ন) ডলার।
এর বাইরে কেন্দ্রীয় ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয়। প্রকাশ করা হয় না। সেই হিসাবে দেশের প্রকৃত রিজার্ভ এখন ১৭ বিলিয়ন ডলারের কাছাকাছি আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজনেস আওয়ার/পিএস