ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোথাও কিছু ঘটেনি, তবুও নতুন করে গায়েবি মামলা: ফখরুল

  • পোস্ট হয়েছে : ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • 47

বিজনেস আওয়ার ডেস্ক: আওয়ামী লীগ সাজা দেওয়ার চক্রান্ত কার্যকর করতে শুরু করেছে বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে বিএনপির নির্বাহী কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের যৌথসভা অনুষ্ঠিত হয়।

ফখরুল বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মীদের মিথ্যা মামলায়, গায়েবি মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাজা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

গত ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ হয়েছে, এই সমাবেশকে কেন্দ্র করে তারা ৪৭টি মামলা দিয়েছে এবং আসামির সংখ্যা করেছে তারা ১২ হাজার ৭৩০ জন। গ্রেফতার হয়েছেন ৪৬০ জন এখন পর্যন্ত।

বিভিন্ন জেলায় তার দলের নেতাকর্মীদের মামলা ও শাস্তির চিত্র তুলে ধরে ফখরুল বলেন, ‘সারা দেশেই তারা সাজা দেওয়ার চক্রান্ত এখন কার্যকরী করছে।’

তিনি বলেন, আজকে এ কথা প্রমাণিত হয়ে গেছে, এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে এই দেশে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না। এ দেশের মানুষ এখন আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না এবং সেটা শান্তিপূর্ণভাবে। এ সরকারের উচিত হবে অবিলম্বে পদত্যাগ করে একটি নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবার নতুন করে গায়েবি মামলা দেওয়া শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘৪৭টি মামলা সম্পূর্ণ বেআইনি। একদম মিথ্যা মামলা, কোথাও কোনো কিছু ঘটেনি। কিন্তু মামলা হচ্ছে।’

এ সময় ‘অহেতুক’ বাধা সৃষ্টি না করতে পুলিশের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ কোথা হবে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের ফখরুল বলেন, আমাদের সমাবেশ পার্টি অফিসের সামনে আমরা চেয়েছি। যেটা সাধারণ নিয়ম, চিঠি দিয়ে আমরা অবগত করেছি। আমি মনে করি, অবগত করাই উৎকৃষ্ট উপায়। সরকারের দায়িত্ব, ডিএমপির দায়িত্ব আমাদের এই সমাবেশে নিরাপত্তার ব্যবস্থা করা।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কোথাও কিছু ঘটেনি, তবুও নতুন করে গায়েবি মামলা: ফখরুল

পোস্ট হয়েছে : ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: আওয়ামী লীগ সাজা দেওয়ার চক্রান্ত কার্যকর করতে শুরু করেছে বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে বিএনপির নির্বাহী কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের যৌথসভা অনুষ্ঠিত হয়।

ফখরুল বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মীদের মিথ্যা মামলায়, গায়েবি মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাজা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

গত ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ হয়েছে, এই সমাবেশকে কেন্দ্র করে তারা ৪৭টি মামলা দিয়েছে এবং আসামির সংখ্যা করেছে তারা ১২ হাজার ৭৩০ জন। গ্রেফতার হয়েছেন ৪৬০ জন এখন পর্যন্ত।

বিভিন্ন জেলায় তার দলের নেতাকর্মীদের মামলা ও শাস্তির চিত্র তুলে ধরে ফখরুল বলেন, ‘সারা দেশেই তারা সাজা দেওয়ার চক্রান্ত এখন কার্যকরী করছে।’

তিনি বলেন, আজকে এ কথা প্রমাণিত হয়ে গেছে, এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে এই দেশে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না। এ দেশের মানুষ এখন আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না এবং সেটা শান্তিপূর্ণভাবে। এ সরকারের উচিত হবে অবিলম্বে পদত্যাগ করে একটি নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবার নতুন করে গায়েবি মামলা দেওয়া শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘৪৭টি মামলা সম্পূর্ণ বেআইনি। একদম মিথ্যা মামলা, কোথাও কোনো কিছু ঘটেনি। কিন্তু মামলা হচ্ছে।’

এ সময় ‘অহেতুক’ বাধা সৃষ্টি না করতে পুলিশের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ কোথা হবে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের ফখরুল বলেন, আমাদের সমাবেশ পার্টি অফিসের সামনে আমরা চেয়েছি। যেটা সাধারণ নিয়ম, চিঠি দিয়ে আমরা অবগত করেছি। আমি মনে করি, অবগত করাই উৎকৃষ্ট উপায়। সরকারের দায়িত্ব, ডিএমপির দায়িত্ব আমাদের এই সমাবেশে নিরাপত্তার ব্যবস্থা করা।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: