স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। জয় দিয়ে আসর শুরু করলেও এরপর থেকেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ দল। অবস্থান টেবিলের ছয় নম্বরে। হাতে থাকা বাকি পাঁচ ম্যাচের প্রতিটিই প্রায় নকআউটের মতো। অর্থাৎ, পরের ধাপে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পরবর্তী পরীক্ষা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
ম্যাচটির আগে মুম্বাইতে আজ রোববার (২২ অক্টোবর) প্রথম অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। কিন্তু প্রথম দিনের অনুশীলনে দেখা মেলেনি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। তার পরিবর্তে দলের অনুশীলন তদারকি করেছেন টিম কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম ও সহকারী কোচ নিক পোথাস। হঠাৎ এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হাথুরুর না থাকার কারণটা অবশ্য অসুস্থতা।
দলের ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, অতিরিক্ত গরমে ডিহাইড্রেশনের কারণে হাথুরুসিংহে অস্বস্তিবোধ করছেন। এজন্য হোটেলেই অবস্থান করছেন তিনি।
হাথুরু অনুশীলন না করলেও আশার কথা, ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে না খেলা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও তারকা পেসার তাসকিনকে দেখা গেছে এদিন অনুশীলন করতে। সবঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ।
বিজনেস আওয়ার/এএইচএ