স্পোর্টস ডেস্ক: রোমাঞ্চকর ম্যাচে ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন মিউনিখ। চিরপ্রতিদ্বন্দ্বী বুরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে এ জয় তুলে নেয় হ্যান্স ফ্লিকের শিষ্যরা।
ম্যাচটিতে অবশ্য দারুণ রোমাঞ্চ ছড়ায়। জোড়া গোলে পিছিয়ে পড়া ডর্টমুন্ড দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে। তবে শেষদিকে জসুয়া কিমিচ ব্যবধান গড়ে দিলে জার্মান সুপার কাপ জয়ের উল্লাসে মাতে বায়ার্ন।
বুধবার রাতে ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলটি করে বায়ার্নকে এগিয়ে নেয় তোলিসো। দ্বিতীয় গোলটি পেতে আরও ১৪ মিনিট অপেক্ষা করতে বায়ার্নকে। এবার স্কোরশিটে নাম তোলেন থমাস মুলার।
তবে এর সাত মিনিটের মাথায়ই ব্যবধান কমান বরুশিয়ার জার্মান ফরোয়ার্ড হুলিয়ান ব্রান্ডট। প্রথমার্ধে আরও সুযোগ পেলেও গোল করতে না পারায় ১-২ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বরুশিয়া।
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৫ মিনিটের সময় দলকে সমতা ফেরান নরওয়েজিয়ান তরুণ আর্লিং ব্রট হালান্ড। থমাস ডেলেনির অসাধারণ এক পাস পেয়ে সেটিকে গোলে রূপান্তর করেন ২০ বছর বয়সী এ ফরোয়ার্ড।
ম্যাচের সাম্যবস্থা যখন শেষ বাঁশির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন বরুশিয়াকে এক সাগর হতাশায় ডোবান জশুয়া কিমিচ। ৮২তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে জয়সূচক গোলটি করেন কিমিচ। আর এতেই নিশ্চিত হয় বায়ার্নের অষ্টম সুপার কাপ শিরোপা।
বিজনেস আওয়ার/০১ অক্টোবর, ২০২০/এ