ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভিনিসিউসের গোলে রিয়ালের স্বস্তির জয়

  • পোস্ট হয়েছে : ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • 50

স্পোর্টস ডেস্ক: লা লিগায় ভিনিসিউস জুনিয়রের গোলে স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লিগের তৃতীয় ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে ১-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদান শিষ্যরা। তবে পুরো ম্যাচে অসংখ্য সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের ১০ম মিনিটেই দারুণ একটি সুযোগ থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হয় রিয়াল। পরে ১৭তম মিনিটে ইয়োভিচ ভালভেরদের নিখুঁত ক্রস বিপজ্জনক জায়গা থেকে লক্ষ্যে রাখতে পারেননি। এই সার্বিয়ান ফরোয়ার্ড ৩৫ মিনিটে আরও একটি শটকে গোলে পরিণত করতে পারেননি। মাঝে ২৮তম মিনিটে ভাইয়াদলিদের অস্কার প্লানো একটি সুযোগ হাতছাড়া করেন।

বিরতির পর ৪৮তম মিনিটে ইয়োভিচের হেড ফিরিয়ে দেন হিমেনেস। শ্রোতের বিপরীতে ৫৪তম মিনিটে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়াকে প্রতি আক্রমণে মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট নেন এই ভাইয়াদলিদ ফরোয়ার্ড। দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে তার চেষ্টা ব্যর্থ করে দেন কোর্তোয়া।

৫৮তম মিনিটে কয়েকজন ফুটবলারকে জিদান বদলি করলে বদলে যায় রিয়াল। খেলায় বাড়ে গতি, আক্রমণে ধার। ফলও মেলে দ্রুত। অবশেষে ৬৫তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো অফসাইডে থাকা ভিনিসিউসের কাছে পাঠিয়ে দেন সফরকারীদের এক খেলোয়াড়। সুবর্ণ সুযোগ কাজে লাগান তরুণ ফরোয়ার্ড। এতেই জয় নিশ্চিত হয় রিয়ালের।

বিজনেস আওয়ার/০১ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভিনিসিউসের গোলে রিয়ালের স্বস্তির জয়

পোস্ট হয়েছে : ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০

স্পোর্টস ডেস্ক: লা লিগায় ভিনিসিউস জুনিয়রের গোলে স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লিগের তৃতীয় ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে ১-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদান শিষ্যরা। তবে পুরো ম্যাচে অসংখ্য সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের ১০ম মিনিটেই দারুণ একটি সুযোগ থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হয় রিয়াল। পরে ১৭তম মিনিটে ইয়োভিচ ভালভেরদের নিখুঁত ক্রস বিপজ্জনক জায়গা থেকে লক্ষ্যে রাখতে পারেননি। এই সার্বিয়ান ফরোয়ার্ড ৩৫ মিনিটে আরও একটি শটকে গোলে পরিণত করতে পারেননি। মাঝে ২৮তম মিনিটে ভাইয়াদলিদের অস্কার প্লানো একটি সুযোগ হাতছাড়া করেন।

বিরতির পর ৪৮তম মিনিটে ইয়োভিচের হেড ফিরিয়ে দেন হিমেনেস। শ্রোতের বিপরীতে ৫৪তম মিনিটে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়াকে প্রতি আক্রমণে মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট নেন এই ভাইয়াদলিদ ফরোয়ার্ড। দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে তার চেষ্টা ব্যর্থ করে দেন কোর্তোয়া।

৫৮তম মিনিটে কয়েকজন ফুটবলারকে জিদান বদলি করলে বদলে যায় রিয়াল। খেলায় বাড়ে গতি, আক্রমণে ধার। ফলও মেলে দ্রুত। অবশেষে ৬৫তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো অফসাইডে থাকা ভিনিসিউসের কাছে পাঠিয়ে দেন সফরকারীদের এক খেলোয়াড়। সুবর্ণ সুযোগ কাজে লাগান তরুণ ফরোয়ার্ড। এতেই জয় নিশ্চিত হয় রিয়ালের।

বিজনেস আওয়ার/০১ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: