আন্তর্জাতিক ডেস্ক : সোমবার রাতে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১১০ জন নিহত হয়েছে। একটি মেডিকেল সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।
এছাড়াও গত কয়েক ঘণ্টায় উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবির এবং জাবালিয়ার আল-বালাদ, মধ্য গাজার আল-বুরেজ শরণার্থী শিবির এবং দক্ষিণের দুটি এলাকা, রাফাহ ও খান ইউনিস-এ ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাও খবরটি নিশ্চিত করে বলেছে, রাফাতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এখানে কমপক্ষে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
মেডিক্যাল সূত্রগুলো ওয়াফাকে জানিয়েছে, খান ইউনিসে শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে। খান ইউনিসে আক্রান্তদের অনেককে আল-নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আল-শাতি এবং আল-বুরেজ শরণার্থী শিবিরে পৃথক হামলায় ডজনের বেশি লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজনেস আওয়ার/পিএস