ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেড়শতম ম্যাচে ডি ককের সেঞ্চুরিতে রেকর্ড

  • পোস্ট হয়েছে : ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • 177

স্পোর্টস ডেস্ক: শেষের শুরুতে উড়ছেন কুইন্টন ডি কক। বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, চলতি আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতি টানবেন প্রোটিয়া এই উইকেটকিপার ব্যাটার। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সেঞ্চুরির পর এবার বাংলাদেশের সঙ্গেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন।

সেই সঙ্গে প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে ৩ বা তার বেশি সেঞ্চুরি পেলেন ডি কক। শ্রীলঙ্কার বিপক্ষে ১০০ রান দিয়ে টুর্নামেন্ট শুরু করেন ডি কক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম‍্যাচে করেন ১০৯।

এরপর ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে রান পাননি। তবে পঞ্চম ম্যাচে এসে ঠিকই আবার রানে ফিরলেন এই ওপেনার। ৪৭ বলে করেছিলেন প্রথম ৫০ রান। পরের ৫০ রান করতে বল খরচ করেছেন ৫৪ বল। সবমিলিয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন ১০১ বলে। ক‍্যারিয়ারের ২০তম সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

২০১১ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। এক আসরে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সেঞ্চুরি ছিল সেটিই। ডি কক তাকে ছাড়িয়ে গেলেন স্রেফ ৫ ম‍্যাচেই! ডি ককের সেঞ্চুরিতে দ্রুত দুই উইকেট পতনের পরও ম্যাচের লাগাম নিজেদের কাছেই রেখেছে প্রোটিয়ারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ২০৮ রান। ১৭ বলে দুই ছক্কায় ২৩ রানে খেলছেন হেনরিখ ক্লাসেন। ১০৯ বলে ডি ককের রান ১০৬।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দেড়শতম ম্যাচে ডি ককের সেঞ্চুরিতে রেকর্ড

পোস্ট হয়েছে : ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক: শেষের শুরুতে উড়ছেন কুইন্টন ডি কক। বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, চলতি আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতি টানবেন প্রোটিয়া এই উইকেটকিপার ব্যাটার। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সেঞ্চুরির পর এবার বাংলাদেশের সঙ্গেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন।

সেই সঙ্গে প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে ৩ বা তার বেশি সেঞ্চুরি পেলেন ডি কক। শ্রীলঙ্কার বিপক্ষে ১০০ রান দিয়ে টুর্নামেন্ট শুরু করেন ডি কক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম‍্যাচে করেন ১০৯।

এরপর ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে রান পাননি। তবে পঞ্চম ম্যাচে এসে ঠিকই আবার রানে ফিরলেন এই ওপেনার। ৪৭ বলে করেছিলেন প্রথম ৫০ রান। পরের ৫০ রান করতে বল খরচ করেছেন ৫৪ বল। সবমিলিয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন ১০১ বলে। ক‍্যারিয়ারের ২০তম সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

২০১১ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। এক আসরে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সেঞ্চুরি ছিল সেটিই। ডি কক তাকে ছাড়িয়ে গেলেন স্রেফ ৫ ম‍্যাচেই! ডি ককের সেঞ্চুরিতে দ্রুত দুই উইকেট পতনের পরও ম্যাচের লাগাম নিজেদের কাছেই রেখেছে প্রোটিয়ারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ২০৮ রান। ১৭ বলে দুই ছক্কায় ২৩ রানে খেলছেন হেনরিখ ক্লাসেন। ১০৯ বলে ডি ককের রান ১০৬।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: