বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের কার্যদিবসের মতো বুধবারও (২৫ অক্টোবর) সামান্য উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। আজ যে পরিমাণ কোম্পানির দর কমেছেছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর বেড়েছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৮২.৪৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৬৩.০৬ পয়েন্টে এবং দুই হাজার ১৩৮.৫৫ পয়েন্টে।
ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির বা ২২.৩৩ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৬৮টির বা ২১.৩৮ শতাংশের এবং ১৭৯টির বা ৫৬.২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪০ কোটি ১০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৩৮ কোটি ৭৩ লাখ টাকা।
এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১০.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০২.০০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৫.৫৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৮.১৬ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৪৮ পয়েন্ট এবং সিএসআই ১.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১৯.৪৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৬০.৮৫ পয়েন্টে, একহাজার ৩০৮.০৬ পয়েন্টে এবং একহাজার ১৬৯.৯৪ পয়েন্টে।
আজ সিএসইতে ১৩৮টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ১৬ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/পিএস