ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্দান্ত সেঞ্চুরিতে মাহমুদউল্লাহর সুখবর, দুঃসংবাদ সাকিবের

  • পোস্ট হয়েছে : ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • 69

স্পোর্টস ডেস্ক: গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে একাই সেঞ্চুরি করে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছেন মিডল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দুর্দান্ত খেলেও পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এ হারের ফলে টানা চার ম্যাচে হারের স্বাদ গ্রহণ করলো টাইগাররা।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। দুর্দান্ত সেঞ্চুরি করার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুসংবাদ পেয়েছেন রিয়াদ। তবে তার সুসংবাদের দিনে দুঃসংবাদ পেয়েছেন তিন ফরমেটের টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ওয়ানডে ফরমেটে মাহমুদউল্লাহর র‌্যাঙ্কিং ছিল ৫৬। প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরির পর চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫২ নম্বর স্থানে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৫৪৩। অন্যদিকে সাকিব আল হাসান দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৪ নম্বর স্থানে। তার বর্তমান পয়েন্ট ৫৬৭।

এদিকে ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের দুইয়ে কোনো পরিবর্তন না ঘটলে, র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে বেশ পরিবর্তন হয়েছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরও শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় স্থানে আছেন ভারতের শুভমান গিল। বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করে তিনধাপ এগিয়ে শীর্ষ তিনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

চার ধাপ এগিয়ে ৪ নম্বরে অবস্থান হেনরিক ক্লাসেনের। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিলেও র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। তিনি দুই ধাপ নিচে নেমে অবস্থান করছেন ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের ৫ নম্বর স্থানে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দুর্দান্ত সেঞ্চুরিতে মাহমুদউল্লাহর সুখবর, দুঃসংবাদ সাকিবের

পোস্ট হয়েছে : ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক: গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে একাই সেঞ্চুরি করে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছেন মিডল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দুর্দান্ত খেলেও পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এ হারের ফলে টানা চার ম্যাচে হারের স্বাদ গ্রহণ করলো টাইগাররা।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। দুর্দান্ত সেঞ্চুরি করার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুসংবাদ পেয়েছেন রিয়াদ। তবে তার সুসংবাদের দিনে দুঃসংবাদ পেয়েছেন তিন ফরমেটের টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ওয়ানডে ফরমেটে মাহমুদউল্লাহর র‌্যাঙ্কিং ছিল ৫৬। প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরির পর চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫২ নম্বর স্থানে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৫৪৩। অন্যদিকে সাকিব আল হাসান দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৪ নম্বর স্থানে। তার বর্তমান পয়েন্ট ৫৬৭।

এদিকে ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের দুইয়ে কোনো পরিবর্তন না ঘটলে, র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে বেশ পরিবর্তন হয়েছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরও শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় স্থানে আছেন ভারতের শুভমান গিল। বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করে তিনধাপ এগিয়ে শীর্ষ তিনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

চার ধাপ এগিয়ে ৪ নম্বরে অবস্থান হেনরিক ক্লাসেনের। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিলেও র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। তিনি দুই ধাপ নিচে নেমে অবস্থান করছেন ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের ৫ নম্বর স্থানে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: