বিজনেস আওয়ার প্রতিবেদক :‘মেঘের কপাট’ সিনেমার মাধ্যমে তারুণ্যের ভাবনা আর নিখাদ ভালোবাসার গল্প বলতে আসছেন নির্মাতা ওয়ালিদ আহমেদ। সিনেমাটি আগামী ৩ নভেম্বর সারাদেশে মুক্তি পাবে।
বুধবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর একটি রেস্টুরেন্ট সিনেমাটির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিনেমাটির মুক্তির ঘোষণা করা হয়েছে।
পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, চলচ্চিত্রের প্রত্যেক অভিনয়শিল্পী চেষ্টা করেছেন তাদের সেরা কাজটা উপহার দিতে। মনোরম লোকেশনে শুটের সঙ্গে গল্পের জন্য মানানসই আবহ দেওয়ার চেষ্টা করেছি স্ক্রিনে। আশা করি সিনেমাটি দর্শকের ভালো লাগবে। ‘মেঘের কপাট’ সিনেমার গল্প লিখেছেন ও প্রযোজনা করেছেন আফরোজা মোমেন। জানা গেছে, সিনেমাটি ভালোবাসার কাহিনি নিয়ে তৈরি। আবেগ-অনুভূতির গল্প নিয়ে কাহিনি এগিয়েছে।
সিনেমাটি প্রসঙ্গে আফরোজা মোমেন বলেন, নিখাদ ভালোবাসার কাহিনি মেঘের কপাট। এতে আমি তারুণ্যের ভাবনার জায়গাটা তুলে ধরতে চেয়েছি। আমার বিশ্বাস, এ চলচ্চিত্র দেখার পর দর্শক ভালোবাসার অনেক অর্থ খুঁজে পাবেন।
এ অনুষ্ঠানে সিনেমার শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেইন ইভন, সিন্ডি রোলিং, তন্বী প্রমুখ। সিনেমাটির গান লিখেছেন ওয়ালিদ আহমেদ এবং সুর-সংগীত পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী।
বিজনেস আওয়ার/এসএস